1. admin@dainikalokbortika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)

অপছন্দের আর অযোগ্যতার পাহাড়ঃ তবুও তিনি হিরো

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৫০ Time View

হিরো আলম কে নিয়ে একটু অন্যরকম বিশ্লেষণ !!!

সাবজেক্ট দেখে নিশ্চয় ভ্রু কুঁচকে ফেলেছ? স্যার হঠাৎ করে হিরো আলম কে নিয়ে পড়ল কেন! হিরো আলম – কি আলোচনা করার মত কোন টপিক হলো ??

আমিও এতদিন সেরকমই ভাবতাম। হিরো আলম কে কখনও সিরিয়াসলি নেইনি, তেমন গুরুত্ব দেইনি। মাঝে মধ্যে ফেসবুকে তার প্রসঙ্গে পোষ্ট দেখলে এড়িয়ে যেতাম বা বড় জোর তাকে নিয়ে কে কি কমেন্ট করল তার দুই একটা পড়ে মজা পেতাম।

রিসেন্টলি ছেলেটিকে নিয়ে আমার অন্য ধরনের একটা উপলব্ধি এসেছে, সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি; তোমরাও একটু চিন্তা করে দেখতে পার!

কোথায় ছিল হিরো আলম, কোথায় তার জন্ম, বেড়ে উঠা। প্রচণ্ড দারিদ্রতা, পরিবারহীন অযত্নে বেড়ে উঠা, খারাপ চেহারা, ঠিক মত কথা বলতে পারেনা এমনকি প্রাথমিক শিক্ষাটাও তার কপালে জোটেনি। সংগত কারনে তেমন কোন যোগ্যতা ছিল না তার বরং একজন মানুষের জীবন ব্যর্থ হতে যত রকম অযোগ্যতা লাগে তার প্রায় সবই সে জন্মসুত্রে পেয়েছিল।

কিন্তু এই অবস্থার মধ্যে থেকেও সে সবপ্ন দেখল একদিন নায়ক হবে। নামের আগে “হিরো” শব্দটা জুড়ে দিল এবং সে চেষ্টা শুরু করল। কিন্তু নায়ক হওয়ার জন্য যতগুলো অযোগ্যতা লাগে তার সবগুলো হিরো আলমের মধ্যে ছিল প্রকট। স্বাভাবিক ভাবেই লোকজন তাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করল; কটু কথা বলা শুরু করল- কিন্তু এই তিরস্কারে সে থেমে যাওয়ার পরিবর্তে বরং এটাকেই অবলম্বন করে সে পরিচিত হতে লাগল। শুধু তিরস্কার নয়, হুমকি ধমকি থেকে শুরু করে অনেকবার পিটুনিও সে খেয়েছে; তারপরও সে তার লক্ষ্য থেকে সরে যায়নি।

এর পরের ইতিহাস তোমরা সবাই জান। লক্ষ লক্ষ্য ভক্ত তার। বগুড়ার একটি আসনে নির্বাচনে সে অল্পের জন্য হেরে যায়। দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে এলিট মানুষের আসনে নির্বাচন করে মাইর খেয়ে এখন সে ইন্টারন্যাশনাল ফিগার। তাকে নিয়ে ইউরোপ, আমেরিকা, এমনকি জাতিসংঘ বিবৃতি দিয়েছে; ইন্টারন্যাশনাল মিড়িয়ায় তাকে নিয়ে নিঊজ হয়েছে। আমার ধারনা একদিন হিরো আলম এই দেশের সংসদ সদস্য হবে বা এর চেয়েও বড় কিছু হবে।

একদিন হয়ত হিরো আলম কে নিয়ে পিএইচডি গবেষনা হবে- কারন হিরো আলম সফলতার সুত্র পরিবর্তন করে দিয়েছে। এতদিন মানুষ জানত, যোগ্যতার উপর ভিত্তি করে সফল হতে হয়, হিরো আলম দেখিয়ে দিয়েছে অযোগ্যতার উপর ভিত্তি করে কিভাবে সফল হওয়া যায়। হিরো আলম যে পন্থায় সফল হয়েছে তা যথার্থ কি না এই বিতর্কে আমি যাব না; তবে সে যা হতে চেয়েছিল তা কিন্তু সে হতে পেরেছে; যা একসময় অসম্ভব ছিল এখন তা বাস্তব।

এত অযোগ্যতা থাকার পরো হিরো আলম কিভাবে তার লক্ষ্যে পৌছতে পারল একবার ভেবে দেখেছ? কিছু না- জাস্ট লেগে থাকা, লক্ষ্য অর্জনের জন্য নিরবিচ্ছিন্ন চেষ্টা করে যাওয়া আর কে কি ভাবল বা বল্ল তা পাত্তা না দেওয়া। শুধু এই দুটি গুনের জন্য হিরো আলম আজ সত্যিই হিরো; যতটুকু সে চেয়েছিল তার চেয়ে বড় পরিসরে আজ সে হিরো।

সে যদি লোকজনের নেগেটিভ কথায় থেমে যেত তাহলে কি হতো, বলোতো? তাহলে আজীবন মানুষ জনের লাত্থি গুতা আর করুনা নিয়ে কোনমতে একটি জীবন পার করত- এর বেশি কিছু না।

আমি তোমাদের হিরো আলম এর মত হতে বলছি না, কিন্তু তার এই দুটি গুন যদি তোমরা আত্মস্থ করতে পার তাহলে তোমরা অসম্ভব কে সম্ভব করতে পারবে। একগাদা অযোগ্যতা নিয়ে হিরো আলম যদি অসম্ভব কে সম্ভব করতে পারে তাহলে তোমাদের মত এত গুন সম্পন্ন ছেলেমেয়েরা কেন পারবে না তোমাদের স্বপ্ন সফল করতে? অবশ্যই পারবে!!

আমি তোমাদের সফলতার সহজ ৩ টি সুত্র শিখিয়ে দিচ্ছি। এটা যদি মেনে চলতে পার তাহলে একদিন তুমি নিজেই তোমার সফলতা দেখে আশ্চর্য হয়ে যাবে, ইনশাআল্লাহ্!!

প্রথমতঃ অনেক বড় একটা স্বপ্ন দেখবে; এত বড় স্বপ্ন যেটা এখন শুনলে মানুষ হাসি তামাশা করবে।
(হিরো আলম কি অবস্থায় থেকে কি স্বপ্ন দেখেছে তা থেকে শিক্ষা নিতে পার তোমাকে কত বড় স্বপ্ন দেখতে হবে)

দ্বিতীয়তঃ লক্ষ্য অর্জনে ধর্য্য ধরে নিরবিচ্ছিন্ন ভাবে চেষ্টা করে যেতে হবে।
(অল্প সময়ে সফলতা আসে না, ব্যর্থতা ছাড়াও কোন সফলতা আসেন। সফল হওয়ার জন্য মেধার চেয়ে অধ্যবসয় বেশি প্রয়োজন; অনেক মেধাবী জীবনে কিছু করতে পারেনি, কিন্তু কোন অধ্যবসায়ী জীবনে ব্যর্থ হয়েছে- এমন রেকর্ড নাই বললেই চলে। চেষ্টা করে গেলে সফলতা আসবেই, যে রাস্তায় চেয়েছ সে রাস্তায় না হলেও অন্য রাস্তায় সফলতা আসবে)

তৃতীয়তঃ মনের জড়তা দূর করতে হবে, পাছে লোকে কি বলে তা পাত্তা দেওয়া যাবে না।
(তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে অন্য মানুষের কথায় তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। তোমার কাজ কর্ম নিয়ে মানুষ যদি নেতিবাচক কথা বলাবলি তাহলে তুমি বুঝে নিবে যে তুমি সঠিক রাস্তায় আছ)

আশাকরি আমার কথা গুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে- সিদ্ধান্ত অবশ্যই একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার।

তোমাদের সফলতা কামনা করি!!

ড. মাহবুব

(ফেসবুক পোষ্টটি মূলত মোরাল প্যারেন্টিং এর স্টুডেন্টদের জন্য)

#নৈতিকসমাজগঠনের_প্রত্যয়ে Moral Parenting
www.moralparenting.org

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই