ছাত্র রাজনীতি ও সেসন জট মুক্ত দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ৩য় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জনাব জিহাদুল কবির সম্প্রতি মেট্রোরেল পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৯৯৭ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উডটেকনোলজি ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন এবং ২০তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে তিনিই প্রথম পুলিশের ডিআইজি হিসেবে পদন্নোতি পাবার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্রঃ খুলনা বিশ্ববিদ্যালয়।