আমি এই শব্দটা ব্যবহারে পক্ষপাতি না। আমি এদের স্পেশাল চাইল্ড বলি। প্রতিটি অটিস্টিক বাচ্চা তার বাবা মায়ের কাছে স্পেশাল। অবশ্যই স্পেশাল। এক্টু যদি বিশ্লেষণ করি, তাহলে বলবো অটিজম কোন মানষিক রোগ নয়। অটিজম হচ্ছে একটি নিউরোলজিকাল ও ডেভেপমেন্টাল ডিসঅর্ডার বা স্নায়বিক বিকাশজনিত সমস্যা যা শিশুদের তিন বছরের মধ্যে ধরা পড়ে। আমি বাবা মায়েদের বলতে চাই , বিশেষ করে আমাদের দেশে বিশেষ শিশুদের প্রতি অভিভাবক ও সমাজ বিরক্ত হয়ে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে কেন? এই সমাজে অটিজমে আক্রান্তদের সামাজিক মিথস্ক্রিয়া ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে সমস্যা হয়। আমাদের সমাজে এই সম্পর্কে সচেতনতা নেই বললেই চলে। ফলে সমাজ, রিলেটিভরা মনে করে এই শিশুরা সমাজের বোঝা। এটা যে একটা কমন ডিজিজ এই বিষয়টাই কেউ বুঝতে চায়না। কিছুদিন আগে এক মা আমাকে ফোন করে বলল , স্যার আমার শশুর বাড়ির সবাই আমার দিকে অভিযোগ করে, আমার কারনেই নাকি বাচ্চার এই অবস্থা। এমনকি তার হাসবেন্ড ও সেম কথা বলে। সে খুব ডিপ্রেশনে ভুগছে। আমি তাকে বললাম কে কি বলল তাতে কিছু যায় আসেনা। আপনি আপনার বাচ্চাকে নিয়ে কাজ করুণ। একজন মা হচ্ছে অনেক বড় থেরাপিস্ট।
বি এস এম এমইউ ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) দেশব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে , বাংলাদেশে ১৬ থেকে ৩০ মাস বয়সী শিশুদের মধ্যে প্রতি ১০ হাজারে ১৭ জন স্পেশাল চাইল্ড। অটিজম মস্তিষ্কের স্নায়বিক সমস্যার কারণে হয়ে থাকে। তাহলে কেন একজন মাকে দোষারোপ করছেন?
প্লিজ সবাইকে বলবো একজন একজনের দিকে অভিযোগের তীর না ছুড়ে বাচ্চার পেছনে সময় দিন। আপনার বাচ্চাই হতে পারে দুনিয়ায় সেরা একজন। সুতরাং হতাশ হবেননা। এগিয়ে যান। যেকোনো পরামর্শ নিতে চাইলে নিম্নের নাম্বারে কল করতে পারেন রাত ৯ টা থেকে সাড়ে দশটার মধ্যে।
০১৭৩২২৫৫৬৩৪, ০১৮৫১৯৫৫৮৬৯
অহিদুল ইসলাম আলো
Director
Hive International School, Dhaka, Bangladesh- It’s an Inclusive School
Leave a Reply