আমরা সবাই অভিনেতা
- হাসানুল হক তুষার
জীবনের রঙ্গমঞ্চে, আমরা সবাই অভিনেতা,
অনেক চরিত্রে অভিনয় করতে হয়,
সম্পর্কের খেলায়, চরিত্র বদলায় অবিরাম,
জীবনের নাটকের রঙিন আয়না।
বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে,
একই নাটকের অংশ হয়ে,
আমরা সবাই একসাথে,
কাহিনী এগিয়ে নিয়ে যাই।
মাঝে মাঝে হই বাবা, শিশুর রক্ষক,
মাঝে মাঝে হই মা, মমতার ঝর্ণা,
কখনো হই ভাই, বন্ধুর মতো পাশে থাকি,
কখনো হই বোন, আদরে মোড়া দিয়ে রাখি।
সঙ্গীর সাথে, প্রেমিকের ভূমিকায়,
অনুভব করি প্রেমের মিষ্টি আস্বাদ,
জীবনসঙ্গীর সাথে, স্বামী-স্ত্রীর রূপে,
একত্রে কাটাই জীবনের পথ।
শিক্ষকের ভূমিকায়, শিক্ষা দিয়ে,
ছাত্রের জীবনে আলোক ছড়িয়ে,
সমাজের ভবিষ্যৎ গড়ে তুলি,
ডাক্তারের ভূমিকায়, রোগ নিরাময় করে,
মানুষের সুস্থতা ফিরিয়ে দিই,
কৃষকের ভূমিকায়, শস্য উৎপাদন করে,
মানুষের খাবারের জোগান দিই।
জীবনের নাটকে, চরিত্র বদলাতে থাকে,
সম্পর্কের নির্দেশে, ভূমিকা বদলাতে থাকে,
কিন্তু সততা ও ন্যায়পরায়নতা থাকুক অন্তরে,
নিজের দায়িত্ব পালন করি, সমাজের কল্যাণে কাজ করি।
জীবনের নাটক শেষ হবে একদিন,
পর্দা ভেঙে যাব একদিন,
কিন্তু আমাদের অভিনয়ের ছাপ থাকবে,
দর্শকদের মনে চিরকাল,
সুন্দর অভিনয়ের জন্য, আমরা স্মরণীয় হব।
=========================================================================
অভিমান
- নাদিয়া হক রিকা
অভিমান সেই করে যে
সত্যিকারে ভালোবাসে
কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে চিন্তা করে
তোমার দোষ সেই খুঁজবে
যে তোমার অভাব বোধ করে
মেয়েরা কথার আঘাত সহ্য করতে পারে না।
কথার আঘাত দিয়েই বেশিরভাগ পুরুষেরা একজন নারীকে শেষ করে দেয়।
মেয়েরা
পুরুষের বলা খারাপ কথা ভুলতে পারেনা
পুরুষের খারাপ কথাগুলি মেয়েদের কাজের গতিকে থামিয়ে দেয় ।
সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে
ভুল ভাঙ্গাতে হয়
সম্পর্ক ভাঙতে হয় না ।
=========================================================================
ডাক - বাক্স
- মো. আব্দুল আলীম
রাস্তার পাশে পড়ে থাকা ডাক-বাক্সে
কেউ আর চিঠি ফেলে না।
অবহেলা আর অনাদরে আজ
ডাক-বাক্সের করুণ জংধরা অবস্থা।
কোনো মা আর তার ছেলের চিঠির জন্য
চেয়ে থাকে না।
কখন আসবে চিঠি, কখন আসবে চিঠি
কেউ বলে না।
সংসারের নববধূ আর অপেক্ষা করে না
স্বামীর যত্নে লেখা চিঠির জন্য।
যুগ গেছে পাল্টে, স্মৃতি হয়েছে সেই চিঠিগুলো।
হলুদ খামে কেউ আর চিঠি লেখেনা,
কেউ আর লুকিয়ে লুকিয়ে চিঠি বারবার পড়েনা।
আধুনিক যুগের ছোঁয়ায় আমরা হয়েছি ধৈর্য্যহারা।
পড়ার সময় নেই কারো।
ডাক-বাক্স আজ বিলুপ্তির পথে
চিঠি আসে এখন ইমেইলে ,
মেসেঞ্জারে, হোয়াটসএপে
আরও কতকি?
যুগ এখন বদলে গেছে।
শুধু মানুষগুলো বদলায়নি এখনো।
=========================================================================
প্রচ্ছদ: আর্কিটেক্ট হুমায়রা হাবীব নবনী।
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।