ইচ্ছে সুখ
-তানিয়া তাজ
ইচ্ছের পথ পাড়ি দিয়ে
কে কতদূর গেছে,
তার হিসেব কষে দেখা দরকার একবার।
"আমি আমার মত ভালো আছি",
"যে যেভাবে ভালো থাকে"--
এই কথা গুলো এখন সবার ই মুখে মুখে।
আসলে এ সব ই ব্যার্থ মনের সান্তনা।
একজন পরাজিত মানুষের
নিজেকে প্রবোধ দেবার কিছু উপকরণ মাত্র।
জীবন স্বাধীন হবার মানে এই নয়
যে আমি আমার ইচ্ছের রাজা।
জীবন মানেই কিছু সুখ,কিছু দুঃখ,
কিছু দায়িত্ব, কিছু ত্যাগ,কিছু জবাবদিহিতা।
তবেই জীবনের স্বার্থকতা।
একজন হতাশাবাদী মানুষ এর ভাবনা কে যদি দেখতে যাই, সেখানেও কিছু আশার আলো দেখা যায়,
সেই হতাশাবাদীর মনে
নতুন জীবনের ক্ষীন
আশা দেখতে পাওয়া যায়।
কিন্তু "আমি আমার মত ভালো আছি" অথবা
"যে যেভাবে ভালো থাকে" - এমন মতবাদ তারাই দেয়,
যারা নিজেকে পরাজিত দেখতে চায়,
নিজেকে তখন এক অজানা ভুবনের অধীশ্বর ভেবে আনন্দ পায়।
যদিও বা ভালো থাকা একান্ত নিজের উপর,
তাই বলে নিজে ভালো থাকাতে কোনো সার্থকতা নেই।
অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকাটাই জীবন।
জীবন চলে তার আপন গতি তে,
আমারা শুধু এর হাত ধরে বয়ে চলছি।
মাঝে মাঝে নিজেকে মানিয়ে নেই,
আবার কখনও মানিয়ে না নিতে পারার গ্লানিতে
মুখ থুবড়ে পড়ি।
তাতে কী জীবন থেমে থাকে?
তাই নিজেকে মানিয়ে চলার নাম ই জীবন।
আশা নিরাশার মাঝে নিজের সুখ টাকে চিনে নেই।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
ক্ষমা
- শোয়েব রাসেল অনু
একটা গভীর ঘুমের অপেহ্মায় আছি
সে ঘুম ভাংবে না কলটা আসলেও তোর।
অপেহ্মায় এমন একটা গভীর রাতের
যে রাতটার হবে না কোন ভোর।।
চুপচাপ আমি হারিয়ে যাবো
মেলবো না আর স্বপ্ন ডানা।
কত দিন থাকবো তোমাদের স্মৃতিতে
নাকি মিলিয়ে যাবো নেইতো জানা।
কথায় কথায় কত কথাই আমি বলি
কিছু গুছানো আর বেশীটাই এলোমেলো।
বলার সময় বাদ যায় না সেমিকোলন দাড়ি কমা
আধারে হারালে এই আমি করে দিও তোমরা ক্ষমা।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
কাব্য বাসর
- আফরিনা পারভীন
কৃষ্ণ নিশির বক্ষতলে
নিঝুম শায়রে কাব্যের লেনদেন।
চন্দ্রের লোলুপ দৃষ্টি অঙ্গ ভেজায়।
মৌ সুবাস ছন্দ বিকিরণে
তালে মাতাল।
হায় যৌবন ঘিরে ফিরে মাতে
জ্যোৎস্না বিলায়,
প্রেম হরণে আত্ম বিলাস
তৃপ্তি কাড়ে মন।
বসুধা গগনে তৃপ্ততার ঘ্রাণে
বশীভূত প্রেম।
লাজুক শয্যায় যৌবন ডাকে
অলস ঘরে।
এসো সখা মাতি পাঁপড়ি শিশির
অবগাহনে।
কাব্য কাননে প্রেমোভিধানে
রয়েছো জড়িয়ে প্রাণে
স্তনোনহরে নিতম্ব গহবরে,
সুপ্ত সঙ্গমে হই বিভোর।
বক্ষে চক্রে রক্ত বসন ভুলন্ঠিত হোক
পরম আঘাতে।
ওগো সখা আসো করি
কাব্যের লেনদেন।
গড়ি কাব্য বাসর শয্যা।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।