কবির শরীর ভরেছে ফুলে
-মিঠুন কুমার সমাদ্দার
কবিরা নাকি খুব স্বপ্নবাজ হয় সারাদিন কাঁধে ঝোলা ভর্তি
স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায় ঘুম পেলেই স্বপ্নে তারা ডালপালা
মেলে ধরে! তাঁর সুক্ষ্ম বিশ্লেষণ। চোখের সামনে বড় হয়ে
ঢেউ দোলা সিনেমা নয় আর! এখানে না এসে এভাবে
বিরক্ত না করে! স্বপ্নে এসে দোলা দিয়ে যেও;
আমার সাথে সেটা যায়! আমি অর্থে কবি অথবা কবির
ভান ধরে জ্বালা জুড়ানোর অকৃত্রিম উৎসব।
মনের কষ্টগুলো উগরে দেবার অদৃশ্য ক্যানভাস;
কেউ বুঝবে না অথচ অনাথ আমার চোখ ভিজে যাচ্ছে
জলে! চারপাশে ফল দিয়ে ভরিয়ে রেখে গাছ গুলো কেটে
সরিয়ে রেখেছি নিজের ভবিষ্যৎ ;
প্লানচেটে চড়ে এসেছে যে স্বপ্ন তা নিস্প্রভ ফ্যাকাশে;
বিনয় মজুমদারের নামে যে এসেছে সে প্রকৃত সারস নয়
এই সারস এক ভ্রম; মায়াবাদ; এই পাখি কাছে এসে উড়ে যায় না; চোখের মধ্যে ঢুকে সবাইকে ঠুকরে ঠুকরে খায়
কাচের ভিতর দিয়ে দেখলে যেমন অক্ষরাদি বড় দেখায়
আমার সামনে এলেই সব ধরা পড়ে যায়; আমি অর্থে কবি
কবি অর্থে উদাসীন; যার হাত অবশ শরীর অসাড় কেবল
চোখ জ্বলজ্বলে স্বপ্নে ভরপুর! আধুনিক পিশাচ!
সবাই মেকি সাজে পোশাকের পাহাড় বানিয়েছে অথচ
কবির চোখে সব বিবসনা কালী বস্ত্রহীন উলঙ্গ!
===================================================================
জাড়
-আবুল হাসান মুহাম্মাদ বাসার
পৌষের বিয়ানে
যেন কার ধ্যায়ানে
ঘুম ছেড়ে উঠে যাই বাহিরে।
শিরশিরে বাতাসে
কুয়োঢাকা আকাশে
সূর্যের দেখা আজ নাহি রে!
পাখিদের ঘুম নেই
শস্যেরও জাড় নেই
বুক ভরা ওম শুধু সেখানে।
সরিষার নিয়ারে
ভিজে যায় হিয়া রে!
আমি আছি, থেকে যাবো এখানে ।
শব্দার্থ= জাড়: শীত, বিয়ানে: ভোরে/সকালে, নিয়ার: শিশির।
===================================================================
একজন মানুষ
- মো. আব্দুল আলীম
একটি কবিতা লিখব বলে
বসে আছি ,
সেই গোধূলি বেলা থেকে,
এ আমার বাংলার ছবি
বাদ দিয়ে কীভাবে লিখব
বলুন ?
এত্তসব দৃশ্য রেখে ?
যখন আমি লিখতে বসি,
তখন একটি ঝরা পাতা
বলেছিল-
হে কবি, আমাকে নিয়ে লিখুন আপনার
ছন্দোময় অনুপম কবিতাখানি।
আমি জানি, আমি মানি,
এদেশের জল, ফল, মাটি
কত সুশীতল!
যখন লিখতে শুরু করলাম
তখন একটি দোয়েল শিস্
দিয়ে বলে গেল -
"হে কবি আপনি এদেশের কথা লিখুন,
এদেশের মানুষের কথা লিখুন।"
আমি মানুষের কথা ভাবলাম ;
শুধু একটি মানুষের ছবি
ভেসে উঠলো চোখে,
আর তাঁর সেই বজ্রকণ্ঠস্বর
বেঁজে উঠলো কানে,
"এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।"
আমি তাঁকে দেখিনি কখনো,
তবুও আজ তাঁর কথা
মনে পড়ে বার বার,
তিনি আর কেউ নন
তিনি আমাদের জাতির পিতা
শেখ মুজিবুর রহমান।
===================================================================
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ ও কবি মিঠুন কুমার সমাদ্দার এর ফেসবুক পেজ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।