কুয়াশা
- সজল মনির
কবেই তো হারিয়েছি আপন আবাস
তোমার মন মন্দিরে, আমার বসবাস
তব সনে, এখন সেথা, অন্য কারো বাস
দলিল রশিদ না থাকায় হলো সর্বনাশ।
হৃদয় নামের ঐ জমিনের স্তরে স্তরে
প্রেম সোপানের চিহ্ন আমার, রয়েছে জুড়ে
হবেনা বিলীন, ভিত রয়েছে, অনন্ত গভীরে
তোমার শ্বাসের ওঠানামায়, হাসির ঝংকারে।
ভুলে যাবার প্রয়াসে যদিও, হয়েছো নিঠুর
দোঁহে মেলা কালে বোনা, স্বপ্ন সুমধুর
আবেষ্টনে আমার প্রবেশ, গিয়েছো সুদুর
আমার বসতিতে এখন, অন্য রোদ্দুর।
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
এখনও ভালোবাসি
- কামনা ইসলাম
বসন্ত এসে গেছে, চারিদিকে ফুলের মৌমৌ গন্ধ,
ঝরে পড়েছে পুরাতন সব পাতা,
কচি পাতার সবুজের আবডালে
দুলছে মৃদু বাতাস।
বসন্ত এলো বুঝি,,
মিষ্টি সুরে ডাকছে কোকিল
ভোরের আলোয় হেসে,
শাখায় শাখায় আমের মুকুল
পলাশ শিমুল ভাসে।
ভালোবাসি এখনও আমি সেই বসন্তের ভোর,
দুয়ারে আজি মোর
রজনীগন্ধা, গোলাপের পাঁপড়ি রক্ত জবা আর প্রেয়সী বকুল।
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
রমজানের আলোয়
- হাসানুল হক তুষার
সেহরির সুরে, ইফতারের আহ্বানে,
রোজার মাসে মনে শান্তির বারিধারা।
ক্ষুধা-তৃষ্ণার তাপে, আল্লাহর সান্নিধ্য,
মনে লাগে শীতল, পরম আনন্দিত্য।
ফজরের আজানে, মন পবিত্র হয়,
নামাজের সিজদায়, মন্দ চিন্তা দূর হয়।
আত্মসংযম শেখায় রমজানের আগমনে,
রোজার আলোয় মনে আল্লাহর জ্যোতি জ্বলে।
ইন্দ্রিয়ের টান, মনের অস্থিরতা,
সব জয় করে নিই নিজের শক্তিতে।
অপ্রয়োজনীয় কথা, গীবতের কাঁটা,
এসবে না জড়িয়ে মনে রাখি শান্তি।
কথা চিন্তা করে বলি, রাগ হলেও,
মৃদু হাসি দিয়ে সব ঢেকে দেই।
ক্ষমা শীলতা ধরে রাখি বুকে,
পাপের ময়লা ধুয়ে ফেলি এই মাসে।
ইফতারের আনন্দ, চাঁদের মৃদু হাসি,
সহানুভূতি জাগে মনে রমজানের আলোয়।
দান-ধ্যান-নামাজ, পূণ্যের কর্ম,
মনের শান্তি আনে এই পবিত্র ধর্ম।
ধৈর্যের শিক্ষা দেয় রমজানের মহিমা,
কষ্ট সহ্য করে জাগে আল্লাহর ভালবাসা।
রমজানের শেষে ঈদের মধুময় আহ্বান,
মুসলিম জগতে ঈদের আনন্দে সবাই মিলিত হয়।
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।