ঠিকানা বিহীন খামে
- এম. এম. আহমেদ
ঠিকানা বিহীন খামে,
এখানে তোমায় খোঁজা হয়।
এ শহরের প্রতিটা পোস্ট বক্সে
নামে-বেনামে তোমায় খোঁজা হয়।
এ শহুরে বাতাসে তোমার ঘ্রাণ।
অলি-গলি তোমার নিখোঁজ পোস্টারে ছেঁয়ে দিয়েছি।
আমায় হত্যা করে, তোমায় খুজি বলে,
এ শহরের কারাগারে "আমি"তে ছেয়ে গিয়েছে।
দেখো, ঠিকই একদিন ফিরে আসবো,
ফিরে এসে, এ শহর তোমার নামে রাঙিয়ে দিবো।
এ শহর তোমর শহর,
তুমি-বিহীন এ শহরের নিস্তব্ধতায়
তোমায় খুঁজে-ফিরি।
@#@#@#@#@#@#@#@#@#@#@
হঠাৎ দেখা
-জোহোরা মমি
হঠাৎ দেখায় মুগ্ধ তুমি
শুধু চোখের ভাষায়,
হঠাৎ কথায় মুগ্ধ আমি
তোমার সরল ভাষায় ।
এভাবেই যখন
দুজনের হলো জানাজানি
কি আর করি বলো দুজনেই ভাল বন্ধু মানি ।
তাইতো এখন
অনেক ইচ্ছেরা করে ভর
কখনো ইচ্ছে হাত ধরে
মোরে নিয়ে চলো সখা,
তোমায় নিয়ে ঘুরে ঘুরে
পৃথিবীটা যেন হয় দেখা ।
কখনো সাধ জাগে
পা ডুবিয়ে জলে
জোছনার রঙ গায়ে মেখে
হারাই কথার অতলে ।
কখনো ইচ্ছে
খুব করে দেই গালি
যখন আমায় কথার প্যাচে হারিয়ে দাও খালি ।
কখনো বা
চোখে চোখ রেখে বলি
ভালবাসি খুব বেশি ।
তুমিও কি তখন বলতে পারো আমিও রে এলোকেশী
এই যে তুমি একলা ফেলে পালাও কথার ফাঁকে
তখন কত
স্বপ্ন আসে জানো
নির্ঘুম চোখের বাঁকে ।
এই যাহ হয়ে গেল ভোর
আমার ও কথার
বন্ধ হলো দোর ।
ঘুমাও তুমি
গেলাম আমি
কি করে বুঝাই
আমি যে নির্দোষ ?
এ যে
শুধু হঠাৎ দেখার দোষ ।
@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@
উদ্বাসন
মোরশেদ আহম্মদ
ঠকাতে আমি চাইনি তারে
ঠকিয়াছি বারেবারে,
হারাতে যারে চাইনি কভু
হারায়েছি তবু তারে।
বলাতে চাইনি বলিতে চেয়েছি
নিভৃত নিবারণে,
মরিতে চাইনি বাঁচিতে চেয়েছি
তাহারি তনুর মনে।
কপট চাইনি চেয়েছি মাল্য
কণ্ঠিত মনিহারে,
কন্টক নয় কমল চেয়েছি
মনোহর করিডোরে।
লোভেতে পড়িনি লভিতে চেয়েছি
তব দেবালয় লয়ে,
পুঁজিতে চাহিনি পুজ্য চেয়েছি
মম মর্মিতা ক্ষয়ে।
সাজিতে চাহিনি সাজাতে চেয়েছি
সরলতা সরোবরে,
আঁধার পেরিয়ে আলোক চেয়েছি
বাসর শয্যা ঘরে।
পথের বিভেদ রয়ে গেলো তবু
তাহারি নিবাস দ্বারে,
অন্তর জ্বালা পিপাসায় মরে
তাই আজো বারেবারে।
@#@#@#@#@#@#@#@#@#@#@
বদলে যাবে এই আশায়
- হিমু
আমি কিছু কিছু মানুষের চলনে বলনে ও মিষ্ট'মধুর হাঁসি মাখা কথা'বার্তায় অতি সহজে বিশ্বাস করে বুকে টেনে নিই।আদর সোহাগ মমতা দিয়ে খুব আপন করে ভালোবেসে বুকের অন্দর মহলেও তাকে ঠাঁই দিয়ে ফেলি।
আমি ধীর মস্তিকে অনুধাবন করি প্রতিটি কার্য্যকলাপে আমার সাথে সেই ভালোবাসার মানুষটি মিথ্যা ছলনা ও প্রতারণা করছে। সেটা আমি জেনেও তার কথাগুলি মন উজাড় করে দিয়ে শুনি, এবং তাকে সাহায্য সহযোগিতা করি।
আমি তার মিথ্যা ভালোবাসার কাছে বারবার প্রতারিত হয়ে জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছি। সেটা আমি জেনেও তাকে মুখ ফুটে কিছুই বলি না। কারণ সে একদিন নিজে নিজেই বদলে যাবে এই আশায়।
@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।