তোকে দেখার তেষ্টা
- শিরীণ আকতার বানী
স্বপ্ন ভেসে গেছে স্বপ্ন বিলাসে
তুইহীন গেলো না তাকে ফেরাতে।
বাতাসে কেঁপে যায় টলটলে সুখ
কতোদিন দেখি না সেই সুখী মুখ
তুমি বলে তুই বলে কেউ কি ছিলো
কখনো কি ভুলে গিয়ে মনে পড়েছিল।
উদাসী দুপুরগুলো কাটে একা একা
সবটা জীবন নাকি শুধুই মায়ার খেলা
জোড়া শালিক দেখি রোজ
চোখ ভরে না।
শুধু মন আকুপাকু
কতটা দিন ধরে আমি তোকে দেখি না।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
ঊনতা
- মোরশেদ আহম্মদ
এখন তুই কেমন আছিস?
বল না সখি বল,
এখন নাকি তোর চোখেতে
ঝরে লোনা জল?
ধর্ম কলে নড়ে নাকি
আপন কর্মফল,
এ কথাটা নয়তো আমার
বলছে মনের গল।
এখন আমি আগের মতই
আবেগ সমতল,
আমার আমি তেমনি আছি
নয়ত মিছে ছল।
তেমনি তোকেই ভালোবাসি
নীরব অবিচল,
তেমনি আজো কাঁদে আমার
হৃদয় গভীর তল।
সেদিন তোকে বলছি কত
আমার সাথে চল!
নিজের ভুলে নিজেকে তুই
করলি রসাতল।
কি'বা আমার দোষটা ছিলো
বলনা আমায় বল,
মন যদি চায় আসিস আবার
মুছতে চোখের জল।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
স্বপ্ন
- নার্গিস রহমান
কবি হয়ে কাব্য লিখে
তোমার প্রেমে ডুবে থাকবো
রঙ্গিন স্বপ্ন গায়ে মেখে
তোমায় নিয়ে পাখির মত উড়বো।
জোসনা রাতে নদীর তটে
তোমার হাত ধরে হাঁটবো
শরৎ কালের মেঘের মত
তোমার প্রেমের ভেলায় ভাসবো।
তুমিই আমার কল্পনা বাসনা
তোমায় নিয়ে রঙ্গিন স্বপ্ন দেখবো
আকাশ পানে চেয়ে আমি
তোমার ছবি আঁকবো।
দূর আকাশে চেয়ে চেয়ে
তোমার প্রেমের তরী হবো
মেঘ হয়ে তোমার গায়ে
বৃষ্টি হয়ে ঝরে পড়বো।
তারার মতো দীপ্তি দিয়ে
তোমায় খুব ভালোবাসব
তোমার বুকের বিশালতায়
ভালোবাসার ডুব যে দিবো।
দূর আকাশের ঠিকানাই
আঁধার হয়ে এলে অমাবস্যা
ভালোবাসার পূর্ণিমায় জড়িয়ে
সারাটি জীবন রাখব তোমায়।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।