পিতা বর্ণহীন
- সানজিদা কবির পিংকি
আমরা
পিতাকে বাবা বলি
সবচেয়ে বেশি দূরত্বের বিরহ লেগে থাকে পিতার চোখে।
কপালে ভাঁজপড়া গলিতে বয়সের ট্রেন ধাবমান।
যদিও
পিতার মুখ আলোময়,
তবুও কোথাও একটা বর্ণহীন রেখা থুঁতনি অবধি টেনে নিতে হয় তাকে।
সকাল, সন্ধ্যার মারফতি সময়ে পিতাকে বড় অভাগা মনে হয়।
পিতার
পাঞ্জাবী মলিন থাকে,
শার্টের কলারে কালো করে ফুটে থাকে
অস্পর্শ মলিনতা।
মায়ের দিকে যতটুকু জল ঢুকে পাল্লা ভারি হয়, ততটুকু পিতা একটা বাটখারা।
দূরে গেলে পিতার চেহারার চেয়ে গায়ের জামা বেশি মনে ভাসে।
চোখে জল ধরে শুকোয় পুরো উঠোন জুড়ে।।
@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$
প্রতিটি রং, একটি গল্প
- হাসানুল হক তুষার
মনের গহনে ঢুকে, রঙের খেলা দেখি,
কল্পনার জগতে মুক্তি পাই, অতীত ভুলে।
চোখের সামনে, নানা রং, মনের ভিতরে নতুন সঙ্গ,
অনন্ত রঙের জগতে, মনের ছবি এঁকে যাই।
লাল রঙের জীবনে, ভালোবাসার ফুল ফোটে,
হলুদ রঙের স্বপ্নে, আশার আলো জ্বলে।
সবুজ রঙের প্রকৃতি, জীবনের শান্তি দেয়,
নীল রঙের আকাশে, চিন্তার পাখি ওড়ে।
কালো রঙের রহস্যে, অনেক কথা লুকিয়ে,
কল্পনার রঙে, মনের ছবি এঁকে যাই।
কমলা রঙের সূর্য, জীবনের উদ্বাহনী শক্তি,
বেগুনি রঙের সন্ধ্যায়, স্বপ্নের মিষ্টি স্বাদ ।
ধূসর রঙের শহরে, জীবনের ছন্দ,
কল্পনার রঙে, মনের ছবি এঁকে যাই।
রঙের খেলায়, মনের ছবি, প্রতিটি রং, একটি গল্প,
অনন্ত কাহিনী, কল্পনার জগতে।
লাল রঙের প্রেমের গল্প, হলুদ রঙের স্বপ্নের গল্প,
সবুজ রঙের প্রকৃতির গল্প, নীল রঙের আকাশের গল্প।
কালো রঙের রহস্যের গল্প, প্রতিটি রং, একটি কবিতা,
কল্পনার জগতে, মনের ছবি, রঙের বহন।
রঙের সমুদ্রে ডুবে, মন ভাসে দূরে,
কল্পনার জগতে, নিজের ছায়া খুঁজি।
রঙের খেলায় মজে, মনের কথা বলি,
কল্পনার জগতে, কল্পনার ছবি, মুক্তি পাই।
@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$
আমার পৃথিবী
- সৈয়দ মাহফুজ
আমার কষ্টের দিন তথাগত
আমার বেদনার রং বর্ণিল
আমি দু'হাতে চিবোই পলিমাটি
কখনো আমি উড়ি, হয়ে গাঙচিল
আমার বিশ্বনিখিল আধার
এ নৃশংস, নির্মম পৃথিবীতে
আমি পরোয়া করিনি
কোনো বাঁধার।
আমি তরোবারিতে আঁকি খুন
পৃথিবী আমায় চাবুক মারে
আমি চলে যাই -
নেপচুন।
আমার পৃথিবী বড় ভয়ানক
আমার জগৎ রূপকথার
আমাকে সহ্য করা কঠিন
জবাব নেই সে ব্যাথার।
আমি চিৎকার করে কাঁদি
আমাকে দাঁতে দাঁত চেপে কাঁদায়
আমার দুঃখের রং মিশে গেছে
মেঘের ঐ সাদায়।
আমি বড় ভয়ানক
আমি ততোটাই স্নিগ্ধ সরল
আমি তেমন
আপনার চিন্তা ভাবনা যেমন।
@#$@#$@#$@#$@#$@#$
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।