বাতাসে আমার ঘ্রাণ
- মিতা আফরোজ
এখনও বোঝো না -আমি আছি তাই।
যেদিন বাতাসে আমার ঘ্রাণ পাবে না সেদিন বুঝে নিও--
তোমার মেঘবালিকা এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছে অনন্ত যাত্রায়।
এখনও আছি তাই বোঝো না,
আমার শরীর ছোঁয়া বাতাস তোমার ব্যালকনি হয়ে ঘরে ঢুকে তোমার চুলগুলো এলোমেলো করে দেয়,
আমি আছি তাই বোঝো না,
আমার গন্ধ মাখা বাতাস
তোমার ঠোঁটে ঊষ্ণ পরশ বুলিয়ে দেয়,
আমার পরম নির্ভরতার বুক -- যেখানে কত শত দিন সুখে মুখ লুকিয়েছি, আনন্দাশ্রু বিসর্জন দিয়েছি, চুম্বনে চুম্বনে ভরে দিয়েছি, সেই পুরুষালি বুকের লোমগুলো দোলা দিয়ে যায়।
আমি আছি তাই এখনো বোঝোনা
হারিয়ে যাবার যন্ত্রণা, অস্তিত্ব হীনতার যাতন।
যেদিন অসীম শূন্যতায় সত্যি ডানা মেলে, মেঘের দেশে হারিয়ে যাবো-
সেদিন মেঘবালিকা কে খুজবে নীল আকাশে সাদা মেঘের মাঝে।
আমি ততক্ষণে মেঘের ভেলায় চড়ে
অসীমে পৌঁছে গেছি।।
পারবেতো সেদিন দহনগুলো সইতে, নিজেকে ক্ষমা করতে?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
জীবনের রহস্য
- হাসানুল হক তুষার
হৃদয়ের গভীরে লুকানো রহস্য,
কি করে তুমি আমাকে এতো আকর্ষণ করো?
তোমার আবরণের ভেতরে কি আছে,
যা আমার মনকে এতো টানে?
তোমার অন্ধকারে, আমি দেখি আলো,
তোমার নীরবতায়, আমি শুনি গান,
তোমার অস্পষ্টতায়, আমি অনুভব করি স্পষ্টতা,
তোমার রহস্যে, আমি পাই আনন্দ।
হৃদয়ের গভীরে লুকানো রহস্য,
তুমি আমার মনের চাবি,
তুমি আমার আত্মার আশ্রয়,
তুমি আমার জীবনের গান।
আমি চেষ্টা করি তোমাকে বুঝতে,
তোমার রহস্য উন্মোচন করতে,
কিন্তু তুমি আমাকে এলুধ করো,
আমার বোঝার ঊর্ধ্বে।
হৃদয়ের গভীরে লুকানো রহস্য,
তুমি আমার জীবনের রহস্য,
আমি তোমাকে না জেনেও ভালোবাসি,
কেননা তুমি আমার হৃদয়ের অংশ।
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
অপ্রকাশিত প্রেম
- শারমিন আয়মন
ঘাসের সাথে কুয়াশার ভালবাসা
কখনও অনুভব করেছো?
মহীরুহ,গাছ,ঝোপ পেরিয়ে
যখন বাতাস চুমে যায় ভূমিকে-
তার হাত ধরে কুয়াশাও
লুটিয়ে পড়ে ঘাসের বুকে!
রাতভর সংগোপন প্রেম
প্রহরের পর প্রহর পেরোয়
রাত্রিশেষে মিলনোবসান-
বিরহ লালিমা নিয়ে প্রকট সূর্য
পলকেই হানে বিচ্ছেদ বাণ!
কুয়াশা তার অস্তিত্ব হারায়
শিশির পায় প্রেমের স্বীকৃতি-
ঘাসের মাথার পান্না-হীরের মুকুট সে
কুয়াশার ভালবাসায় শিশিরের জয়গান!
গোপনেই রয়ে যায় ঘাস-কুয়াশার
মুগ্ধ প্রেমের সুপ্ত উপাখ্যান !!
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।