ব্যাঙের ছড়া
- রোবাইয়াৎ গুলশানআরা
আষাঢ় মাসে রাতের বেলা নামল বাদল ধারা,
ঘ্যাঙগর ঘ্যাঙ ব্যাঙের ডাকে, জাগলো পুরো পাড়া।
সারাদিন কাজ করে ঘুমাই রাতের বেলা,
ব্যাঙের ডাকে ঘুম ভেঙ্গে যায়, শুধুই অবহেলা ।
মানুষ আমি মিষ্টি গলা গায় না কোন গান,
ব্যাঙ এর আবার কত সাহস ? গায় ঘ্যাঙগর ঘ্যাঙ।
পাল্লা দিয়ে গাইলাম আমি সা রে গা মা পা,
ব্যাঙ এবার বুঝতে পেরে ছুটলো পুকুরিয়া ।
লজ্জা শরম থাকে যদি থাকবে দূরে দূরে ,
উঠে এসে গান গেয়ে পড়বে বিপদে।
বর্ষাকালে ব্যাঙ থাকে খাল, বিল ,পুকুরের জলে ,
তাইতো ওরা ব্যাঘাত ঘটায় মানুষেরই ঘুমে।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00=00
অবিরাম এক আকাঙ্ক্ষা
-হাসানুল হক তুষার
নীলের নিবিড় সাগরে, হৃদয় কেবল প্রেমে ভরা,
পক্ষীর বক্ষে জাগে, অসীম গভীর স্বপ্নধারা।
ডানা মেলে বিরিচিত হয়, বিশ্বের সীমাহীন জ্যোৎস্নায়,
সূর্যের আলোয়, মেঘের ছায়ায়, চিরন্তন মূর্তি ধরে।
মন উদগ্রীব হয়ে, তোমারই সন্ধানে ছোটে,
নিঃশব্দে রাতের আঁধারে, সকাল সন্ধ্যায় ধ্বনি।
এই ক্ষুদ্র হৃদয়ে জাগে, অবিরাম এক আকাঙ্ক্ষা,
তোমার সঙ্গে থাকতে, প্রতিটি মুহূর্তে বাসনা।
প্রেমের এই মন্ত্র, বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় বাতাস,
তারকা জোড়ায় জোড়ায়, ঢেউয়ে ঢেউয়ে সাগরতীরে।
ফুলের কুঁড়ি, পাতার রুমঝুম শব্দে,
কোকিলের সুরের সঙ্গীতে, শিউলির সুবাসে।
মিলিয়ে দেয় তোমার সান্নিধ্যে, এই অক্লান্ত আত্মাকে,
নিঃসংশয়ে বিশ্বাস করে, এই প্রেমের অতীত বন্ধনে।
তুমিই আমার চিরন্তন স্বপ্ন, সূর্যালোকে, চন্দ্রিমার আলোয়।
তোমার সান্নিধ্যে থাকতে চায়, জীবনের প্রতিটি ক্ষণে।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00=00
নীপবনে
- মো. উজ্জ্বল মাহমুদ
এমনই
ঝিরিঝিরি বৃষ্টিভেজা সকালে
নীপবনে আমি ,কাকলী কদম ফুল ছিড়তে যেতাম ।
কখনো
কাকলীর ঘনো কালো চুলের খোঁপায় ,কদম ফুল গুজে দিতাম
তখন
কাকলীর সাদাসিধে চেহারায় ফুটে উঠতো
ভীষণ লজ্জা আর প্রাপ্তির পরম সুখ ।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00=00
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।