মানবতার কলঙ্ক
– মোয়াজ্জেম হোসেন
ঘর ছিল, ছিল মোর সংসার
মধুমতি চিত্রা নবগঙ্গার
অববাহিকায়।
ফারাক্কা বাঁধিল হৃদয় ভাঙ্গিল
মরু তাপদাহে মরছে ভা’য়ে
গলাগলি ধরে মরেছে পদ্মা,- গড়ায়।
এ প্রজন্ম সভ্যতার শেষ কোথায়?
আর্সেনিকে ভুগে মরুতাপে পুড়ে –
মরছে কোটি জনতা।
এপারে- ওপারে ফুলঝুরি সব কথার কথা।
শাসকের মাঝে জাগেনা কখনোও বিরহ ব্যথা ।
ফারাক্কা- তিস্তার বাঁধে বিস্তীর্ণ এপারে,
নিরন্নে মরছে কৃষক ঘরে ঘরে
নেত্রী-নেতা এতো নিরবতা
থাকবে কি মানচিত্রে এ সভ্যতা ?
চিত্রা মধুমতি হে নবগঙ্গা
ছিঁড়ে ফেল তারকাটা
তুলে ফেল গলার কাঁটা
ভেঙ্গে দেও তিস্তা
গুঁড়িয়ে দাও বাধ ফারাক্কা ।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
একরত্তি প্রেম
– সুমু খান মজলিশ
একচালা ঘর, গল্পে কতন
হঠাৎ বৃষ্টি আর ভেজা উঠোন
মোহ মোহ হতো পলাশের বন।
অগোছালো মন ,ভাবে কি কখন
গোপনে চলে তবু অশ্রু বিসর্জন।
এক ফালি চাঁদ, উঠেছে নির্জন
একটা সন্ধ্যা ,জোনাকির গুঞ্জন।
টলমলে জল, দিঘির বসন
ঘুটঘুটে রাত আবছা ভীষণ।
একটুকরো সকাল, পাখির গুনগুন
এক মুটো বিকেল, খরের আগুন
তপ্ত রৌদ্রময় দিন হারিয়ে যৌবন।
একখানি প্রেমপত্রে তোমার অবগাহন
এক রত্তি প্রেমে আমার অবসাদ যাপন।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
সিসৃক্ষা
– সাবিরা সুলতানা
মম চিত্ত ব্যাকুল সারাক্ষণ
সাহিত্য-রসে করিতে অবগাহন।
কাব্যরস আজকাল,কেন কি জানি
করে আমায় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।
কবিতার খাতায় মরুর খরা,
হেতু আমি পাইনা খুঁজে।
তীব্র দাবদাহে কাব্যিকতা প্রাণহীন
খুঁজতে গিয়ে হারাই নিজে।
প্রসূতি মা প্রসব কালে যেমন
প্রসব ব্যাথায় ছটফট করে,
তেমনই আমার চিত্ত অধির
অন্ততঃ কিছু একটা রচিবারে।
মসীর ধার হারিয়ে গেছে,
কবিতার খাতা হয়েছে কাব্যহীন।
চাইনা আমার এমন মানস
ভাবনা যাহার নির্জীব, প্রাণহীন।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।
বড্ড কৃতজ্ঞ হলাম। ধন্যবাদ প্রকাশকদের।
ভীষণ ভালো লাগছে, এখানে আমার লেখা কবিতা দেখে। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক আলোকবর্তিকার প্রকাশকদের এবং সংগ্রহকারী উজ্জ্বল মাহমুদ কে।