1. admin@dainikalokbortika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)

কবিতার মেলা: “রাতের মতো একা”, “শুভ্রতার প্রেমে” এবং “জীবন্ত লাশ”

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ Time View

রাতের মতো একা
– সবুজ শামীম আহ্সান

ট্রেনের ছাদের মতো বলেশ্বরীর হৃদয়
দশদিকে ভালোবাসার মেঘ ভাঙ্গা বৃষ্টি।
তবুও রূপিণীর মন যেন জলবিহীন নদী
কালের সংসারে ঘটে যায় অনাসৃষ্টি।

ব্রহ্মার বিশ্বাসী ফুল সেও গাণিতিক ভুল
সুরূপার ঘ্রাণ যায় দুপুরের দেহে।
আশার ছলনে ভেঙ্গে যায় কবিতার কূল
ভুলের ব্যথা পৃথিবী সঙ্গহীন সহে।

প্রজাপতি উড়ে যায় চির শান্তির শহরে
ধ্রুপদী দেব রাতের মতো একা কাঁদে।
ভালোবাসা মরে যায় দুঃস্বপ্নের ঐ দুয়ারে
সুখের নোঙর বাঁধে শিকারির ফাঁদে।

তবু দয়িত আশার কাঁধে ভালোবাসা বেঁধে
নিঃসঙ্গ হেঁটে চলেছে মধুমতি দেশে।
স্মৃতির সেতার শুনে যদি পরবাসী মেঘ
ফিরে আসে সেই ঠিকানায় অবশেষে।

===================000000======================0000000===================

শুভ্রতার প্রেমে
– মরিয়ম ইসলাম

আমি শুভ্রতার প্রেমে পড়েছি।
কালো আমার ভীষন পছন্দ।

আমি রজনীগন্ধা ভালোবাসি।
গোলাপের ঘ্রানে মন কাড়া নিবেদন।

আমি রবীঠাকুরের গান ভালোবাসি।
নজরুল! সে তো ভীষণ প্রিয়।

আমি সমুদ্রে গেলে অবর্ণনীয় বিশালতায় বিমোহিত হই।
পাহাড়ের সৌন্দর্য অকল্পনীয়!

আমি মাটির গন্ধ গায়ে মাখি
আবার ইট কাঠেও ফিরি।
কাজের মাঝে হরহামেশা নিত্য ঘুরিফিরি।
আমি চাঁদের আলোয় বুক ভরে শ্বাস নেই।
সূর্য ছাড়া সকল কাজই বিকল।
সব ভালোবাসা স্বার্থের জন্য কাদেনা।
কিছুটা তার প্রকৃতিগত
বাকীটা আল্লাহর দান।

===================000000======================0000000===================

জীবন্ত লাশ
– নাদিয়া হক রিকা

মানুষ জীবন্ত লাশ তখনই হয়
যখন সে
নিজের অজান্তে কবুল বলে ফেলে।

এ লাশ
কখনো হাসতে পারেনা
বিবাহিত মেয়েরা ও
কখনো হাসতে পারে না
এত জোরে জোরে হাসো কেন বউরা কখনো এত জোরে হাসে ?

লাশ কখনো কাঁদে না
এ সুন্দর পৃথিবীতে
মন ভরে কাঁদতে পারাও যে ভাগ্যের ব্যাপার
জীবন্ত এ লাশদের
কাঁদতে হয় নিরবে লুকিয়ে ,
সবার অজান্তে ,
গভীর নিস্তব্ধ রাতে একাকী।

এত কথা বলো কেন
জীবনে যত কম কথা বলবে তত ভালো থাকবে।
কথা বলারও কোন স্বাধীনতা নেই
ঠিক লাশেরই মত।
লাশ সে তো কোন কথাই বলতে পারেনা।

এত ছুটি পাও কিভাবে ,
এত ঘোরাঘুরি কিভাবে কর ?
তোমার কি কোন কাজ নাই ?
লাশের কোন কাজ নাই
ঘোরাঘুরিও নাই ।

ভালোবাসা,
রাগ, সুখ, দুঃখের
কোন অনুভূতি লাশের থাকেনা
ঠিক একইভাবে আমি বেঁচে থেকেও এই সব সবকিছুর অনুভূতিহীন ।

এত কিছুর পরও
সবচেয়ে বড় পার্থক্য এই যে,
লাশ সবচেয়ে সুখী
কারণ সে সবকিছুর উর্ধে ।

আর যারা
বেঁচে থেকেও কোন কিছুই মন ভরে
ঠিকমতো করতে পারে না বলতে পারেনা
সেই তো জীবন্ত লাশ ।
তাই আমি এক জীবন্ত লাশ
বেঁচে আছি এখনো আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ তায়ালার কৃপায়।

===================000000======================0000000===================

কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।

সংকলন: দৈনিক আলোকবর্তিকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই