1. admin@dainikalokbortika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)

কবিতার মেলা: “শুন্যতায় ফেরা”, “এক চিলতে রোদ” এবং “অন্য এক সন্ধ্যা”

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫৯৩ Time View

              শুন্যতায় ফেরা
– হিমাংশু বিশ্বাস

এই তো! বেঁচে আছি।
বেশ কাটছে দিন।
খুব সুখে নয়
তবু যাচ্ছে, যেমন যায়।

হ্যা,
শুভ’র মত
বেশি সুখে নেই
তবু আছি,
ভালোই বলতে হয়।

সেই যে মেসের রুমমেট, অনীল,
যার জন্য ভালো কিছু ছিলো প্রায় অসম্ভব,
সে আজ অসম্ভবকে সম্ভব করে
খুব বেশি ভালো আছে ।
ঠিক ওর মত না হলেও,
আমি ভালোই আছি ।

প্রাণের বন্ধু সুদর্শন
প্রায় আকাশটাকে ছুঁয়ে ফেলবে
যদিও কয়েকবার একটুর জন্য নাগাল পায় নি
তবে ঠিকই পাবে।
তার চোখে আকাশ ছোঁয়া অদম্য স্বপ্ন।

সুরোজিৎ সাইকেল ছেড়ে
বাইকে অভ্যাস করেছে
একদিন হয়ত পাজেরো বা অন্য কিছুর অভ্যাসটা দাঁড়িয়ে যাবে।

হেলাল সেদিন যতই ভিরুতার পরিচয় দিক
আজ খুব সাহসী পুরুষ,
বলিষ্ঠ তার কণ্ঠস্বর।
নামমাত্র বিনিময়ে
যোগ্যতার মাপকাঠির কিছুটা ওপরে
তার শক্তপোক্ত আসনটি আপন মহিমায় উজ্জ্বল।
কাশেমের কণ্ঠে আজ আর শিকল ভাঙার গান নেই
আজ বিজয়সংগীতের মায়াজাল চতুর্দিকে।

প্রসূন আর নদীর পাড়ে বাঁশি বাজায় না।
নদীও তার সুর হারিয়েছে,
তার পেটে চরের আলসার।

তবু ওরা রোজ ঘরে ফেরে। আগের মতই
শুভ, অনীল, সুরজিৎ, হেলাল, কাশেম
এমনকি প্রসূনও।
সবাই ঘরে ফেরে

ওদের মত না হলেও, আমিও ফিরি ঘরে।
স্বপ্ন বেচা অর্থে কেনা বাহনটাকে সঙ্গী করে
খুব নিরবে মুখ লুকিয়ে আমিও ফিরি আমার ঘরে।

#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#

            এক চিলতে রোদ
– মেহজাবিন ইসলাম

ক্লান্তিও বুঝি অতটা কাবু করে না আমায়
নির্ঘুম রাতগুলো,
কি বেহিসাবি ভাবে আমি
পার করে যাই
অবলীলায়।

তবু তোমায় কাছে পাবার নেশা, আরো দৃঢ় ভাবে জেঁকে বসে হৃদপিণ্ডে!
একান্ত জুবুথবু হয়ে, যেন বৃষ্টি ভেজা পাখির মত আমি বসে থাকি ‘তুমি’ নামক এক চিলতে রোদের অপেক্ষায়।

তারপর ভোর হয়
আমি চুপটি করে ডানার পালক ছড়াই
আবারো আমার রোদের অপেক্ষায়।

#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#

অন্য এক সন্ধ্যা
– সবুজ সুলতান

সেদিন আকাশে চাঁদ ছিলো না,
মৃদু-মৃদু জ্যোস্না ছিলো,
শুধু তোমার ছায়ায়।

নদীতে তেমন ঢেউ ছিলো না,
হালকা শীতল বাতাস ছিলো
হয়তো বুঝি তোমার মায়ায়।

বকুল গাছে ফুল ছিলো না,
তবুও সুগন্ধ ছিলো
কেমন যেন,
তোমার হিয়া’য়।

সাক্ষী নদী,সন্ধ্যা তাঁরা
বাগচী-বাড়ীর ঘাট,
ইচ্ছে গুলো বলতে যদি
তোমায় নিয়ে দিতাম পাড়ি, প্রজাপতির মাঠ।

সেদিন তোমার পাশাপাশি
দাঁড়িয়ে প্রথমবার,
হাতের উপর হাতটি রেখে
ছুঁয়েছি তারপর।

ভেঙ্গে দিলে সকল আশা,
দিয়ে অপবাদ

প্রিয়তমার হাত ছোঁয়া কি,
বিশাল অপরাধ ?

#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#

কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।

সংকলন: দৈনিক আলোকবর্তিকা।

Please Share This Post in Your Social Media

One response to “কবিতার মেলা: “শুন্যতায় ফেরা”, “এক চিলতে রোদ” এবং “অন্য এক সন্ধ্যা””

  1. Himangshu Biswas says:

    কৃতজ্ঞতা জানাই “দৈনিক আলোকবর্তিকা” পত্রিকাকে। বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার বন্ধুজন আবৃত্তিশিল্পী উজ্জ্বল মাহমুদ যার ঐকান্তিক প্রয়াসে কবিতাটি আলো পেল। শেষহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই