হঠাৎ দেখা
- উজ্জ্বল চৌধুরী
বহুদিন আগে একবার দেখা হয়েছিল
নিতান্তই চোখের প্রশান্তির মতো!
সে হেঁটে যাচ্ছিল রাজ্যের চিন্তা মাথায় নিয়ে
আমি পিছন থেকে নাম ধরে ডাকছিলাম।
না, সে ফিরে তাকায় নি!
মুঠোফোনে সে মগ্ন ছিল আপনায়।
আমি ছিলাম তার অতীত, তাই হয়তো
সে বর্তমানকে সাথে নিয়েই চলছিল।
কিছু মৃত বসন্তের স্মৃতি বুকে ধরে
কিছু মুহুর্তের আহ্লাদে আটখানা হয়ে
সরাবি ভাবনায় আমি পরে থাকি রাতভর
আর তুমি শুয়ে থাকো অন্যের লোমশ বুকে।
সকাল হলেই ছুটে বেড়াই অস্তিত্বের সন্ধানে
তখনও তুমি ব্ল্যাক কফিতে চুমুক দাওনি হয়তো।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
তোমার নেশায় আমি
- সজল মনির
কখন আবার ডাকলে আমায় তুমি!
পাশেই তো ছিলাম ছায়ার মতো, তোমার নেশায় আমি।
শ্রবণ আমার ক্ষয়িষ্ণু তবে! নাকি স্মৃতিশক্তি!
হয়তো তুমি বলছো মিথ্যে, করছো লুকোচুরি।
ভালোবাসায় নেই পরাজয়, থাকলে পাশাপাশি
অনুশোচনায় দগ্ধ তুমি, তাই, ভাবছো জিতেছি আমি।
প্রত্যুষে যেমন হন্যে ছিলাম তোমায় খুঁজতে গিয়ে
তেমন করে এখনো খুঁজি মনের হারানো পথে
হারিয়ে যাও মরিচায় পাছে, অবহেলার ফাঁদে।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
একটা দিন পৃথিবীতে ছিলাম না
- তানজীর সৌরভ
কয়েক কোটি আলোকবর্ষ পর
গোটা একটা দিন আমি পৃথিবীতে ছিলাম না
অনিন্দ্য চামোরে চড়ে গিয়েছিলাম নীহার দ্বীপে
সেখানে কেউ থাকে না বনলতা সেনের মত
অথচ নীহার ছিলো-
ছিলো বিছিয়ে দেয়া একমাত্র অনিন্দ্য নীহার।
আল্লাহর দিদারে যে আনন্দ পেতো নবী মুহাম্মদ
আমিও কি নীহার ভ্রমণে হয়নি তেমন উন্মাদ!
জানি- ওষ্ঠে জীবন অধরে মৃত্যু ঝুলে আছে
তবু লিওনার্দো ভিঞ্চির দাঁড়ির মতো সহজিয়া সুরে দুলে উঠেছি
মেরাজ মেরাজ ঢিঁ-ঢিঁ পড়ে গ্যাছে- গ্রহ থেকে গ্রহান্তরে,
নক্ষত্র থেকে নক্ষত্রান্তরে।
এই সেজদায় এক দিবসে কত আলোকবর্ষ
তা জানে না তোমাদের শরীয়ত
এখানে মধ্যাকার্ষণ নয় রুনুবন্ধন দেখায় গোপন মাজেজা।
যিশুর হাতে পোঁতা পেরেক থেকে গড়িয়ে পড়া রক্তের মতন
মেরী মাগদালিন তুমি নীহার
অথচ তুমি জন্ম দিতে পারো না আমাকে কিংবা আমার ঔরসকে
তবু ঠোঁট বাড়িয়ে দেয় বৃত্তাকার আকাশ
নদীর মতো খুঁজি সাগরের ঘ্রাণ
ঝাপিয়ে পড়ি না জড়িয়ে ধোরি তিলের বাঁক, লোমশ গ্রাম
শহর গুলো সব নিউটনের মাথায় পড়া আপেল।
পৃথিবী জানে না-
আমি একটা দিন পৃথিবীতে ছিলাম না
ফিরে এসে দেখি-
গড়িয়ে পড়ছে মরা মাছের শরীর থেকে পানি
রিকশার বেলটা টিংটিং কোরে বাজছে
নীহার করমর্দন করে বাড়ি চলে গ্যালো
আমি সিগারেট ধরিয়ে গ্যালাম থানায়
হারানো দিনটা ফিরে পাওয়ার জন্য জিডি করতে...
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।