আমার যত কিছু
– সুনু খান মজলিস
আমার সকালটা সূর্য ঢাকা
তপ্ত বিকাল লাল রোদ মাখা
আমার রাতে ভীষণ আলো
দুহাতে জড়াই যা কিছু ভালো
আমার দিন জোসনায় খেলে
আমার রাত স্বচ্ছ ঝলমলে।
আমার শহর ক্লান্ত ভীষণ
প্রহর কাটায় গায়ে সাদা বসন
আমার সন্ধ্যা ঝিঁঝি পোকার গুঞ্জন
দ্বিপ্রহর করে আমায় আঁধারে আলিঙ্গন।
আমার ভালবাসা মাপে না ব্যবধান
আমার প্রেম করে যোজন দূরের সন্ধান।
আমার চন্দ্রিমায় ঝর্ণার জলোচ্ছ্বাস
আবেগি মোড়ানো বিবাগী বাতাস।
আমার চারপাশ আলো ছায়ার খেলা
আমার বাতায়ন পুবের হাওয়ায় দোলা।
আমার চারপাশে আমার কোলাহল
হঠাৎ বৃষ্টি আবার কখনো বরফের ঢল।
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
শাড়ী
– নাজির হোসাইন
বাহ !
কী সুন্দর করে পড়েছো শাড়ী ।
আহ !
কী দারুণ লাগছে তোমায় নারী ।
সিদুর রাঙা শাড়ি তোমার ,
মেঘহরিণী চোখ !
এক নিমিষেই দাও কাঁপিয়ে
সব যুবকের বুক !
ভ্রমরকৃষ্ণ কেশ তোমার
চিরল দাঁতের হাসি !
হাসলে তুমি ঝড়ে পড়ে
মুক্তা রাশি রাশি !
আপেল পেলব বদনখানি
গোলাপ রাঙা ঠোঁট !
এক ঈশারায় আদায় করো
দেড়শো কোটি ভোট !
মনের আকাশ উদার এখন ,
জমিনজুড়ে ধান !
প্রেমের সাগর উথালপাতাল
হৃদয়জুড়ে গান !
অষ্টভাঁজের হিজাব তোমার
ছুরির মতো নাক !
সপ্তভাঁজের তাজমহলে
দিচ্ছো প্রেমের ডাক !
তোমার প্রেমের খুশবু ছড়ায়
মৌসুমী জলবায়ূ !
অপেক্ষাতে যাচ্ছে বেড়ে
মেঘ কুমারের আয়ূ !
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
ধন্যযোগ কাকোলী
– মো. উজ্জ্বল মাহমুদ
ওরে পাগলী
দারুণ করে কাব্য রসে
এমন করে মন রাঙ্গালি
এর পরে আর তার পরে কি
তোর উপরে রাগতে পারি ?
পাগলী আমার
আয়তো কাছে
তোর কপালে তোর পছন্দের
ছোট্ট একটা টিপ এঁকে দি ।
নাটাই কিন্তু থাকবে ধরা
তোর হাতে আর আমার হাতে
সুখেদুঃখে পাশে থেকে
চলবো মোরা জীবন ভরে।
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।
Leave a Reply