তোমাদের নায়ে উঠবার সাধ
কত কসরৎ কত অনুরোধ
কতদিন গিয়েছি ছুটে, তবু
নাগালে পাইনি পাটাতন কখনো
এক হাত দুরত্বে আটকে গিয়েছি রোজ।
আঁধারে ঢাকা তোমাদের নাও
অবরুদ্ধ যত পথ
কত প্রশ্ন বোনা তাতে
উত্তরগুলো অমিমাংসিত
অস্পৃশ্য, অদৃশ্য বিচ্ছেদের জাল।
তোমাদের নায়ের পাটাতনে
ঠিক যেখানটায় তোমরা বসো
নতুন মুখ দেখেছি সেথায়, হামেশাই
কীভাবে যে ওরা খুঁজে পায় পথ
আমি আসলেই উধাও।
আমার সাধ আজ বশীভূত
অহেতুক কষ্টগুলো শৃঙ্খলায়
মুখরিত থাকুক তোমাদের নাও
তোমাদের ইচ্ছে ডানায়
ডাঙাতেই আমি, আমার সীমানায়।
সজল মনির
sajolmonir1939@gmail.com
Leave a Reply