ভুলে যাওয়া পথে ভ্রমরের সাথে
গুঞ্জন, কত হাসি
পথখানি যার আসেনি সে আর
বলেনি ভালোবাসি।
মন হারিয়ে যায় পথের মায়ায়
উদাত্ত আহবান
নিতে গন্ধ তার গুল্ম কাঁটার
যেথায় গেঁথেছে প্রাণ।
তার আসা যাওয়া পুঞ্জ হাওয়া
মানসপটের ছবি
হোক না ধুসর স্মৃতিতে ভাস্বর
তির্যক হাসুক রবি।
সজল মনির, ১২ আগস্ট ২০২৩
sajolmonir1939@gmail.com