প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৩:২৩ পি.এম
দৈনিক আলোকবর্তিকায় লেখা আহ্বান: আগ্রহী নতুন লেখকদের লেখা পাঠাবার নিয়মাবলী
প্রিয় লেখক/পাঠক,
লেখালেখি একটা অভ্যাসের ব্যাপার। অনেকেরই লেখার অভ্যাস ছিলো বা আছে, কিন্তু নিয়মিত লেখালেখি করার মত অবসর, ইচ্ছে অথবা সুযোগ থাকে না। লেখালেখি একই সাথে চর্চারও বিষয়, নিয়মিত লিখতে থাকলে লেখার মান বৃদ্ধি পায়। আর আমরা সবাই জানি নিজের একটি লেখা সন্তান সমতূল্য, একটি মনের মত লেখা শুধু পাঠকের কাছে নয় নিজের কাছেও অনাবিল প্রশান্তির। আপনাদের মধ্য থেকে সেইসকল অনিয়মিত লেখক সত্ত্বাকে পূনর্জাগরিত করতে আমার এই আহ্বান। আসুন লেখালেখির মত সুঅভ্যাসকে লালন করি, দৈনিক আলোকবর্তিকা অনলাইন পত্রিকায় নিয়মিত লেখা পাঠাই।
লেখা পাঠাবার সাধারণ নিয়মাবলী:
যে ধরণের লেখা কোনভাবেই প্রকাশিত হবে না-
- কোন ধরণের রাজনৈতিক লেখা (আভ্যন্তরীণ/দেশীয় ও আন্তর্জাতিক) প্রকাশ করা হবে না।
- ধর্মীয় উগ্রবাদ প্রচারে সহায়ক, অন্য ধর্মের প্রতি আক্রমনাত্মক বা বিদ্বেষমূলক লেখা প্রকাশ করা হবে না।
- অতিমাত্রায় নগ্নতা, অশ্লীলতা বা যৌন সুড়সুড়ি জাতীয় লেখা প্রকাশ করা হবে না।
যে ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হবে-
লেখার আকার বা শব্দ সংখ্যা:
- ফিচার বা রচনাধর্মী লেখা কমপক্ষে ৩০০ শব্দের এবং সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে হতে হবে।
- কবিতা, গল্প ও উপন্যাসের ক্ষেত্রে শব্দ সংখ্যা অনির্দিষ্ট, লেখা বড় হলে প্রয়োজনে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
লেখার ফন্ট ও পাঠাবার নিয়ম:
- লেখা হবে বাংলায়, অভ্র ফন্ট ব্যবহার করতে হবে।
- লেখা মাইক্রোসফট ওয়ার্ডে অথবা কপি করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে (+৮৮০১৭১৩৪৯৪৬৭৯)।
- লেখা ইমেইল করেও পাঠানো যাবে: mazhabkh93@gmail.com
বিঃদ্রঃ পাঠক প্রিয়তা ও লেখার মান যাচাই পূর্বক সপ্তাহের সেরা লেখাটি বাছাই করে লেখককে ৫০০ টাকা সম্মানী প্রদান করা হবে।
প্রচারে: দৈনিক আলোকবর্তিকা।
Copyright © 2024 দৈনিক আলোকবর্তিকা. All rights reserved.