Moral Parenting বা “নৈতিক অভিভাবকত্ব” সমাজের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি মানবিক প্রয়াসের নাম। আমরা নিজ সন্তানের পাশাপাশি সমাজের কিছু অদম্য মেধাবী (এতিম, প্রতিবন্ধী, অতি-দরিদ্র কিন্তু মেধাবী) ছেলেমেয়েকে ভালমানুষ হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানসহ নিয়মিত তত্ত্বাবধান করে থাকি। এদের প্রধান সমস্যা যেহেতু আর্থিক অসঙ্গতি; তাই আমাদের প্রথম কাজ ওদের জন্য সমাজের উদার ও মানবিক হৃদয়ের অধিকারী ব্যক্তিবর্গের নিকট হতে শিক্ষা বৃত্তি সংগ্রহ করে দেওয়া। বৃত্তি দাতাকে আমরা ‘মোরাল প্যারেন্ট’ এবং শিক্ষার্থীকে ‘মোরাল চাইল্ড’ এবং সামগ্রিক কর্মকাণ্ডকে ‘মোরাল প্যারেন্টিং’ বলে থাকি।
আমাদের সামগ্রিক কর্মকান্ডের মধ্যে মোরাল চাইল্ডদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে স্বাবলম্বী প্রজেক্ট; মা-বাবা সহ ফ্রি ডাক্তারী পরামর্শ ‘ স্বাস্থ্য সেবা‘ ওদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ‘১০০ বই পড়া উৎসব’; বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান অর্জনের লক্ষ্যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের মাধ্যমে ‘Online Lecture Series’; সামাজিক কাজে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ‘শীতবস্ত্র উপহার ’ এবং পড়াশুনা শেষ করার পর ক্যারিয়ার গঠনে সহায়তা করার উদ্দেশ্যে Career Support অন্যতম।
মোরাল প্যারেন্টকে তাঁর মোরাল চাইল্ডের সকল তথ্য প্রদান করা হয়; তিনি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন। মোরাল চাইল্ডও নিয়মিত নিজ হাতে চিঠি লিখে তার সম্পর্কে মোরাল প্যারেন্টকে জানায়। শিক্ষার্থীকে স্থানীয় ভাবে দেখাশুনা করা এবং হাতে হাতে বৃত্তি পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষককে ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়। সকল প্রকার তথ্য সংরক্ষণ, সদস্যদের জন্য তা পর্যবেক্ষণ এবং আর্থিক বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে মোরাল প্যারেন্টিং এর সার্বিক কার্যক্রম MPSoft নামক সফটওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়। আমাদের বর্তমান (জানুয়ারী ২০২৩) সদস্য সংখ্যাঃ মোরাল চাইল্ড ৮৩০, মোরাল প্যারেন্ট ৩৭০ এবং ভলেন্টিয়ার; ৬৫; এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আমরা এমন একটি ‘নৈতিক সমাজের’ স্বপ্ন দেখি যেখানে প্রতিটি স্বচ্ছল মানুষ তার নিজ সন্তানের পাশাপাশি কমপক্ষে একটি মোরাল চাইল্ডকে প্রতিপালন করবেন। ওরা সুপ্রতিষ্ঠিত হয়ে ওদের পরিবারের পাশাপাশি সমাজের আর কিছু পিছিয়ে পড়া মানুষকে টেনে তুলবে। “একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে” কবির এই কথাটিকে আমরা মনে প্রানে বিশ্বাস করি। আমরা দেশের প্রতিটি অন্ধকার ঘরে এমন একটি আলোর শিখা জ্বালাতে চাই! আপনিও যদি এই ভাবনার সাথে একাত্ব হন, তাহলে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি!
https://www.moralparenting.org/
Leave a Reply