প্রেস বিজ্ঞপ্তি
জার্মানির বার্লিনে ১৭ ই জুন ২০২৩ থেকে ২৫ শে জুন ২০২৩ অনুষ্ঠানরত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জনাব নুরুল আলমের নেতৃত্বে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করেন। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ ২ জন ডাক্তার এবং ২ জন সহকারী দলনেতা হিসেবে অংশ নিয়েছেন।
বাংলাদেশের স্পেশাল এ্যাথলেটরা অভূতপূর্ব ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে ৮ টি ক্রীড়ায় ২৪ টি স্বর্ণ, ৪ টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। এ্যাথলেটিকসে ৬ টি স্বর্ণ ৩টি রৌপ্য, ব্যাডমিন্টনে ৫ টি স্বর্ণ, বোচীতে ৬ টি স্বর্ণ, সাঁতারে ৪ টি স্বর্ণ ৩ টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ক্রীড়া দল বিশ্ব ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টি করেছে। উল্লেখ্য যে, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ৭৯ জন খেলোয়াড়ের মধ্যে মহিলা খেলোয়াড় ৪৬ জন এবং পুরুষ খেলোয়াড় ৩৩ জন।
১৭ ই জুন বার্লিন অলিম্পিকস স্টেডিয়ামে ওয়ার্ল্ড গেমসের উদ্বোধন হয় এবং ২৫ শে জুন জার্মানীর সময় রাত ৮ঃ৩০ টায় এবং বাংলাদেশ সময় রাত ১২ঃ৩০ টায় সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।