1. admin@dainikalokbortika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)

ব্যর্থদের সফলতা বনাম সফলদের ব্যর্থতা

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৬৪১ Time View

আমার পরিচিত কয়েকজন ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার চাকচিক্যময় জীবন পরিত্যাগ করে দেশে ফিরে আসায় আমি যাযাপরনাই বিস্মিত হয়েছিলাম! এখনো কারো কারো দেশে ফিরে আসা দেখে বিস্মিত হই, ফিরে আসার পিছনে যুক্তি জানবার চেষ্টা করি। তাঁদের ভাষ্যমতে যেটুকু বুঝতে পেরেছি তার সারমর্ম হলো সেখানে থাকতে অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে মন লাগেনি, তাঁরা যে খুব দেশ প্রেমিক, দেশের টানেই ফিরে আসা তেমনটাও না। আমি যেটুকু বুঝতে পারি জন্মের পর একটা নিজস্ব পরিবেশে বেড়ে উঠে দুই তিন হাজার কিলোমিটার দূরত্বের কোন দেশে গিয়ে বসবাস করা ও খাপ খাওয়ানো নিঃসন্দেহে জীবনের কঠিনতম চ্যালেঞ্জ। যারা সেখানে যান এই কঠিনতম বিষয়টি সম্পর্কে অবগত হয়েই দেশ ত্যাগ করেন, বিশেষ করে নিজে ত্যাগ স্বীকার করেন সন্তানদের ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে। খুব কম মানুষকেই পাওয়া যাবে যিনি খুব ভালোবেসে মহা আনন্দে পরবাসী হন, জীবিকা ও উন্নত জীবনের সন্ধানেই ওসব দেশে সবাই যান এদেশের নির্ঝঞ্জাট ঢিলেঢালা আটপৌরে জীবনের গভীর আনন্দগুলো বিসর্জন দিয়ে।

তবে গতকাল অদ্ভূত একজনের সাথে পরিচয় হলো যার জন্ম ইউরোপে, বাবা-মা সহ পরিবারের সবাই ইউরোপে স্থায়ী অথচ তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন এবং জমিয়ে ব্যবসা ও কন্সালটেন্সি করছেন। আমি বেকুবের মতো প্রশ্ন করেই বসলাম- একটু বুঝিয়ে বলবেন কি কারন? তিনি মুচকী হেসে বললেন- ওখানে মানুষ জীবন ভোগের শেষ স্তরে পৌঁছে গেছে, ওখানে আর কাজ বা বিনোদনের ক্ষেত্রে অকৃত্রিম আনন্দ বলে কিছু অবশিষ্ট নেই! ওরা সব সেক্টরে সফলতার চূড়ায় পৌঁছে যাওয়ায় সেখানে নতুন করে আর কিছু করার নেই? তাই এই দেশে এসেছি, এখানে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে এবং আমি খুবই আনন্দ নিয়ে কাজ করছি। বেশ নড়েচড়ে বসলাম ভদ্রলোকের কথায়, বয়স ৩৫ এর কাছাকাছি, ইউরোপে জন্ম নিয়েও এই যে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘটনাকে আমরা কি বলতে পারি? তাঁর ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তকে কি সফলতা বলবো? খুবই দ্বিধান্বিত আমি, তাহলে কি এটা ইউরোপের ব্যর্থতা? নিশ্চয়ই এটা বাংলাদেশের সফলতা!

তাই আমি চিরদিনই নিজেকে ব্যর্থদের দলে স্থায়ী করে নিয়েছি, কিভাবে যেনো বুঝে গেছি সফলতা বনাম ব্যর্থতা আসলে আপেক্ষিক। আমরা যারা বিদেশে স্থায়ী হবার বাসনায় মরিয়া হয়ে চেষ্টা করেও অর্জন করতে ব্যর্থ, অন্যকেউ অনায়াসে সেই কথিত সুখ স্বাচ্ছন্দ ছেড়ে এই অনিরাপদ জনপদে ফিরে এসেছেন সফলতার খোঁজে! তাই প্রচলিত সফলদের নিয়ে এতো উচ্ছসিত হবার যেমন কিছু নেই তেমনি কোনকাজে ব্যর্থতায়ও মাথা ব্যাথার কিছু নেই! বরং ব্যর্থতা নিয়ে অসাধারণ কিছু উক্তি খুঁজে পেয়েছি সেগুলো পড়ে নিজেদের চাঙ্গা করা যেতে পারে এই সুযোগেঃ

চেষ্টা করিলেই যে সব সময় সিদ্ধি লাভ হয় তাহা না হইতেও পারে, কিন্তু চেষ্টা না করিয়া যে ব্যর্থতা তাহা পাপ, তাহা কলঙ্ক। – রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যর্থতা তখন সাফল্য, যখন আমরা তা থেকে কিছু শিখি।– ম্যালকম ফোরবেস (মার্কিন উদ্যোক্তা)

কর্মক্ষেত্রে কখনোই ব্যর্থতা নিয়ে ভাবা ঠিক না, যা ঠিক তাই করে যাওয়া বুদ্ধিমানের কাজ।–ড্রিও হোস্টোন (সিইও এবং প্রতিষ্ঠাতা ড্রপ বক্স)

আমি যখন ইন্টারনেট ভিত্তিক কাজটি (amazon.com) শুরু করি বুঝতে পেরেছি বড় একটি কাজ করতে যাচ্ছি, ফলে ব্যর্থ হলেও আমাকে এ নিয়ে দুঃখ করতে হবে না; কিন্তু কাজটি যদি আমি না করতাম তবে এ জন্যই আমাকে দুঃখ পেতে হতো। যে যন্ত্রণা আমার প্রতিটি ক্ষণকে শেষ করে দিতো। – জেফ বেজস (অ্যামাজনের সিইও)

আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। – মাইকেল জর্ডান

আমি সব সময় আমার সীমাবদ্ধতাকে পরাস্ত করার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব একটা পূর্ণাঙ্গ জীবনযাপনের চেষ্টা করেছি। আমি বিশ্ব ভ্রমণ করেছি, এন্টার্কটিকা থেকে শূন্য অভিকর্ষ পর্যন্ত। হয়তো আমি একদিন মহাশূন্যেও যাবো।– স্টিফেন হকিং

জ্ঞানী লোকেরা কখনোই পরাজয়ের পর অলস ভাবে বসে থাকে না- খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। – সেক্সপিয়ার

আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি, আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি।- টমাস এডিশন

ব্যর্থতা মানেই ভুল নয়, কোন পরিস্থিতিতে এমন কিছু না করলে হয় না, যা শেষমেশ ব্যর্থ হয়।- বি এফ স্কিনার

জীবনে প্রত্যেক মানুষকেই এক বা একাধিক পরীক্ষায় হারতেই হয়। – বুদ্ধদেব গুহ

সফলতা উদযাপন করা খুবই ভালো, তবে ব্যর্থতার ধাপগুলোতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ ।
— বিল গেটস

আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। যদি আপনি ধাপগুলো উপভোগ করেন তবে এটি ব্যর্থতা নয়।
— অপরাহ উইনফ্রে

অনেক বেশী বিজয়, পরাজয়ের চেয়ে খারাপ।
— জর্জ এলিয়ট

প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ব্যথার সাথে এটি একটি সমান বা বড় কোন সফলতার বীজ বহন করে।
— নেপোলিয়ন হিল

আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন, তবে আপনি কখনই সফলতা নিয়ে আসতে পারবেন না।
— কেন রবিনসন

হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার ।
— এনএ শোএলটার

আপনি যখন ঝুঁকি নিবেন তখন আপনি এটা শিখতে পারবেন যে কখন জিততে হয় আর কখন হারতে হয় । কারন দুইটাই সমান গুরুত্বপূর্ণ ।
— এলেন ডিজনেস

একটি ব্যর্থতা যা আপনাকে সাফল্যের জন্য সঠিক পথ দেখায়।
— এলেন ডিজনেস

আর চেস্টা না করাই হলো বড় ব্যর্থতা।
— ক্রিস ব্র্যাডফোর্ড

উত্সাহ না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতায় হোঁচট খাওয়াই সফলতা ।
— উইনস্টন চার্চিল

ব্যর্থতা হল সফলতার আগাম বার্তা ।
— চানক্য

আপনি যদি পরাজয় থেকে শিখেন তবে আপনি সত্যিই পরাজিত হন নি।
— জিগ জিগ্লার

যে কোনও মানুষ ভুল করতে পারে তবে কেবল একজন নির্বোধ তার ত্রুটি থেকে যায়।
— সিসেরো

আর চেষ্টা না করার মত ব্যর্থতা আর নেই।
— এলবার্ট হাবার্ড

ছেড়ে দেওয়া ব্যর্থ হওয়ার একমাত্র নিশ্চিত উপায়।
— জেনা শোএলটার

শুধু একবার আপনি ব্যর্থ হওয়ার অর্থ এই নয় যে আপনি সব কিছুতেই ব্যর্থ হবেন।
— মেরিলিন মনরো

ব্যর্থ হওয়া ভালো নয়, তবে সফল হওয়ার চেষ্টা কখনও না করা আরও খারাপ।
— থিওডোর রোজভেল্ট

দীর্ঘ অধ্যবসায়ের পরে ব্যর্থতা ব্যর্থতা বলা যায় না যথেষ্ট চেষ্টা একটি ভাল ভাল চেয়ে অনেক বড়।
— জর্জ এলিয়ট

আমার আগের ব্যর্থতা থেকে একটা জিনিষই শিখতে পেরেছি, সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা জীবনেরই অংশ।- ভারতীয় অভিনেত্রী বিদ্যা বালান

উক্তি সংকলনঃ দৈনিক আলোকবর্তিকা ডেস্ক।

পল্লব খন্দকার, ৫ জুলাই ২০২৩।

আপনাদের লেখা ইতিবাচক যেকোন রচনা পাঠান নিচের ইমেইলেঃ

mazhabkh93@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই