প্রথমে দেশের গল্প শুনিঃ
টাংগাইলের ভুয়াপুরের ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রধান ফটকে গত সাড়ে তিন বছর ধরে হাজার হাজার চড়ুই পাখি সন্ধ্যায় এসে অবস্থান নেয় আবার ফজরের আযানের পরপর কয়েকটি দলে ভাগ হয়ে উড়ে যায় খাদ্যের সন্ধানে। স্থানীয় মানুষজনসহ দূরদূরান্ত থেকেও সেই পাখির গুঞ্জন শুনতে ছুটে আসেন। এতো হাজার হাজার পাখি সেখানে নিরাপদ বোধ করে সেজন্য কলেজ কতৃপক্ষ গাছটিকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা করেন। বাগান বিলাসের শাখায় শাখায় অজস্র পাখির কলরব কিচিরমিচির শুনে মুগ্ধ হয়ে পড়েন আগত দর্শনার্থীগণ। কলেজের মূল ফটকে চড়ুই পাখির আবাস বা অভয়াশ্রম গড়ে ওঠার এমন বিচিত্র ঘটনা সচারচার চোখে পড়ে না। এভাবেই পাখিগুলোকে অভয়াশ্রম সৃষ্টি করে সংরক্ষণের উদ্যোগ নিতে পারলে পাখিও হয়ে যাবে মানুষের বন্ধু।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি ২৪ নিউজ এর নিচের লিংকটি ক্লিক করে দেখে নিতে পারেন মনোমুগ্ধকর দৃশ্যটিঃ
https://web.facebook.com/dbcnews.tv/videos/789554456198797/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=KPDiXm&ref=sharing&_rdc=1&_rdr
এবার শুনি বিদেশের গল্পঃ
অবিশ্বাস্য হলেও সত্য ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের এক রাজ মিস্ত্রির সাথে একটি পেঙ্গুইনের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। পেঙ্গুইনটির জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ প্রতি বছর পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসে রাজমিস্ত্রির কাছে এবং প্রজনন মৌসুমের চার মাস ছাড়া বাকি আট মাস পেঙ্গুইনটি বৃদ্ধ রাজমিস্ত্রি জোয়াও ডি পেরেরার সাথে বসবাস করে থাকে।
মানুষ ও পাখির এমন বিস্ময়কর বন্ধুত্বের নিদর্শণ দেখতে নিচের লিংকটি ক্লিকঃ
https://web.facebook.com/DurbinDailyNews/videos/1567430203785792/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=KPDiXm&ref=sharing&_rdc=1&_rdr
তথ্য সংগ্রহঃ ফেসবুক পাতা থেকে।
সংকলনঃ দৈনিক আলোকবর্তিকা