প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধৃষ্টতা দেখানোর জন্য!
অতীব অধম, ক্ষুদ্র তৃণতূল্য এই আমি লিখছি
শোকগাথা আপনার জন্য শেখ শামছুর রহমান!
এই পঞ্চাশ পেরিয়েও আর কাউকে পাইনি পিতা আপনার তূল্য
শিক্ষকদের শিক্ষক আপনি আমরা নগণ্য অকৃতজ্ঞজন!
আপনার জীবন থেকে এতোটা শিখে শিখেও
আমরা রয়ে গেছি সেই অশিক্ষিত আর অভাজন আজো?
আপনি কোনদিন মিথ্যা ভাষণ দিয়েছেন বলে শুনিনি
অথচ শিক্ষা গুরু আজ আপনার ছায়ায়
আপনার প্রতিষ্ঠানে বেড়ে ওঠা সন্তানেরা মিথ্যায় করে বসবাস!
আপনি আপোষ করেননি কোনদিন দূর্নীতির স্রোতের ধারায়
আপনার সমাধি ছুঁয়ে এসেও তারাই ডুবে যায় দূর্নীতির আখড়ায়?
ধোকাবাজি, ভন্ডামি, দূর্বৃত্তপনা, মিথ্যার বেসাতি চলে অবিরাম
আপনারই হাতে গড়া মর্যাদার সৌধ আজ ধুলোয় যায় গড়াগড়ি,
আমরা কি প্রতারণাই যে করছি হে প্রিয় প্রাণ মহা প্রাণ
নিয়তই চলছে আপনার আদর্শের প্রতি অপমান আর অপমান?
নিষিদ্ধ নেশা দ্রব্যের বেসাতি, মিথ্যা মামলার হয়রানি
জমি দখল, হিংসা হানাহানি, খুন রাহাজানি
আপনার পবিত্র ভূমিকে নিয়তই কলুষিত করি দূর্বৃত্ত আমরা,
সারাটি জীবন মানবতার ঢাল হয়ে বিরাজিত ছিলেন আপনি
বিরল সে শিক্ষার আজ ঘটেছে যাবজ্জীবন কারাবাস
আজ কি আপনার সমাধির চারপাশে শুনতে পান সেই দীর্ঘশ্বাস?
১০ ফাগুন ১৪২৯ বঙ্গাব্দ
০২ সাবান ১৪৪৪ হিজরী
২৩ ফেব্রুয়ারি, ২০২৩ খৃঃ