অসম্ভব শব্দটি বোকাদের ডিকশনারিতে লেখা থাকে সেই প্রবাদ বাক্যটি সত্য প্রমাণ করেছেন মাগুরা জেলার শালিখা উপজেলার পুলুম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ছাত্রী ইমনা খাতুন। জার্মানির বার্লিনে (১৯-২৫ জুন, ২০২৩) অনুষ্ঠিত ১৬ তম স্পেশাল অলিম্পকস ওয়ার্ল্ড সামার গেমস প্রতিযোগিতার ৪০০ মিটার স্পিরিন্ট দৌড় প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ স্বর্ন পদক জিতে নিয়েছেন তিনি। দৈনিক আলোকবর্তিকা অনলাইন পত্রিকার পক্ষ থেকে ইমনা খাতুন ও তার পরিবারকে জানাই প্রাণঢালা অভিনন্দন!
প্রবল ইচ্ছা শক্তি, পিতা-মাতার সহযোগিতা ও পুলুম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আন্তরিক চেষ্টায় ইমনা তাঁর বহুমাত্রিক প্রতিবন্ধিতাজনিত সমস্যা অতিক্রম করে দেশের জন্য বিরল এই সাফল্য বয়ে এনেছেন। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালী গ্রামের বাশারুল বিশ্বাস ও শাহানারা খাতুনের ৫ সন্তানের মধ্যে তৃতীয়, তাঁর একমাত্র ভাইয়েরও বহুমাত্রিক প্রতিবন্ধিতা রয়েছে ।
স্পোর্টস ডেস্ক, দৈনিক আলোকবর্তিকা।
16th Special Olympics World Summer Game