১৩ জুন, ২০২৩
গত ০৯ জুন খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের (কুআ) নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ নির্বাহী পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতাকারীদের মধ্য থেকে ৫০ জন সদস্য নির্বাচনের জন্য অনলাইনে ভোট প্রদান করেন। ১০ জুন তারিখ রাত ১২ঃ৩০ মিনিটে ‘কুআ’ নির্বাচন কমিশন (কুনিক) উক্ত ভোটের ফলাফল প্রকাশ করেন। নির্বাহী পরিষদের সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১৯ ভোটের ব্যবধানে আর্কিটেকচার ডিসিপ্লিনের খুরশীদ আলমেহের তন্ময়কে পরাজিত করে সিএসই ডিসিপ্লিনের এজেডএম আনোয়ারুজ্জামান আনোয়ার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ৪ জন প্রার্থীর মধ্যে এফএমআরটি ডিসিপ্লিনের মোঃ আকতার হোসেন নির্বাচিত হয়েছেন।
পল্লব
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে।
Leave a Reply