বাংলাদেশে অসংখ্য পত্রিকার ভিড়ে নতুন একটি পত্রিকার আত্মপ্রকাশ পাঠক কিভাবে গ্রহণ করবেন সেটি আমাদের ভাবনাকে আলোড়িত করছে। যেকোনো দেশে যেকোনো সমাজেই সংবাদপত্রের প্রকাশনা বেশ কঠিন ও দুরূহ একটি কাজ। দুঃসাহসীও বটে। আলোকবর্তিকা এমন একটি সংবাদ মাধ্যম, যেখানে অনেক অন্ধকারের মধ্য থেকে আলোর প্রকাশ ঘটাতে অর্থাৎ এখানে সব মন ভালো করা খবর দেওয়া হবে। চারিদিকে এতো এতো খারাপ খবরের ছড়াছড়ি। পত্রিকায় চোখ রাখতেই ভয় হয়। কিন্তু আলোকবর্তিকা সব মন্দকে সরিয়ে ভালোর সন্ধান দেবে আর এটিই হলো এই পত্রিকার বিশেষত্ব।
শুভ জন্মদিন আলোকবর্তিকা। শুভ হোক তোমার পথচলা। শুভ খবরের ধারক, বাহক হয়ে তুমি সবার অনন্তেরর অন্তস্থলে থেকো।
বনানী ঘোষ, খুলনা।
Leave a Reply