অন্তিম বাসনা
দেখতে কি পাও,
কোন আগুনে জ্বলে জ্বলে অঙ্গার এই মন ?
একবার ছুঁয়ে দেখো
না, পুড়ে যাবে না
লোনা জলে ডুবে গেছে বুকের উঠোন।
শুনতে কি পাও,
কোন বাসনায় চিৎকার করছে এই হৃদয়?
একবার কান পাতো
না, বধির হবে না
স্তব্ধ করে দিয়েছে কণ্ঠস্বর নিষ্ঠুর সময়।
জানতে কি চাও,
কোন শিহরণে কাঁপছে এই শরীর আমার ?
একবার স্পর্শ করো
না, অপবিত্র হবে না
বীর্যহীন পৌরুষে ওঠে না আর প্রণয় জোয়ার।
একবার এই বুকে রাখো বুক,
নিভে যাবার আগে শুধু একবার জ্বলে উঠুক,
মৃতপ্রায় আগ্নেয়গিরি হতে হোক শেষ অগ্নুৎপাত ,
অতঃপর,
নিথর হয়ে যাক এই অতৃপ্ত শরীর অকস্মাৎ !
—— আফতাব হোসেন।
খুলনা থেকে।
Leave a Reply