সংস্কার নয়, মারাত্মক দূর্ঘটনা ঘটার আগে দ্রুত হাড়িয়ার খাল – এ নতুন সেতু চান এলাকাবাসী।
তিন জেলার (মাগুরা, নড়াইল, যশোর) মানুষের পারষ্পরিক আত্মিক বন্ধন তৈরী, জমিতে ফসল ফলানো, উৎপাদিত ফসল আনা নেওয়া, দ্রুত গন্তব্যে পৌঁছানো, নির্মল বাতাসের স্পর্ষ পেতে এলাকাবাসী হাড়িয়ার খাল সেতুটি ব্যবহার করে থাকেন। বছরকয়েক ধরেই মানুষের পারাপারে জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হাড়িয়ার খাল সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, যা দূর্ঘটনা এবং পঙ্গুত্বের ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির অন্যতম ফাঁদও বটে!
ফলে বহু বছরের পুরানো, ঝুঁকিপূর্ণ সেতুটি আর সংস্কার নয়, স্বাচ্ছন্দে ব্যাবহার উপযোগী একটি নান্দনিক হাড়িয়ার খাল সেতু দেখতে চান এলাকার আপামর জনসাধারণ।
প্রচারেঃ এসো উন্নত সমাজ গড়ি, একটি হাড়িয়ার খাল ফাউন্ডেশন।
Leave a Reply