আপনজন
-আরিফা আক্তার মিতা
সে ছিল আমার আপনজন
যার সাথে দু ‘বেলা খুনসুটি না করে
আমার দিন চলছিল না।
হয়তোবা তারও চলতো না।
হঠাৎ একটা ঝড় এলো
আর সব ওলট পালট হয়ে গেল
সেই থেকে শুরু হলো ভুল বোঝাবুঝি,
দু’জনের মধ্যে তৈরি হলো দূরত্ব।
এখন আর আমার কথা তার মনে পড়েনা
এখন আর চলেনা আগের মতো খুনসুটি ।
তবুও চলে যায় তার দিন
শুধু স্মৃতি গুলো পড়ে আছে আমার কাছে
যা, আমাকে ভীষণ রকম কাঁদায়।
শুধু সেই পুরনো দিন ফিরে পাওয়ার আশায়। আমি তার কথাই বলছি।
সে আর কেউ নয়,
সে আমার খুবই কাছের মানুষ
সে আমার আপনজন।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
সে আমার কবিতা
– রীনা পারভীন
যে আমায় কখনো ভালোবাসেনি সে আমার কবিতা ,
যার আশায় প্রহর গুনতে গুনতে কাজল চোখে আষাঢ়ের মেঘ ঘনালো
গভীর কাশফুলি স্নানের আশায় শুভ্রস্বপ্ন ডানা মেলে উড়াল দিলো – সেই তো আমার কবিতা,
চিকচিক বালির পাহাড় স্বপ্নের প্রাসাদ গড়ার আগেই চোখের দৃষ্টি কেড়েছে
সে আজ কবিতার ছলে
প্রসন্ন বিকেলে নিমন্ত্রিত
বিদায়ের বৃষ্টি ,
সে আমার কবিতা !
তবু ভালোবাসি বা পাশের সুপ্ত কুঠির
এলোমেলো জানলার সিক
পড়ে থাকা বিবর্ণ মলিন গুমোট বাধা তেজোদিপ্ত পাতা!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
জল চোখের ভাষা
-সালমা বিশ্বাস
আমি বলিনা আমাকে
ভালোবাসতে হবে
আমি বলিনা
কখনো আমার চোখে
চোখ রাখতে হবে
আমি শুধু বলি
কেউ কখনো একবার
আমার কষ্টের দু’ফোঁটা
জল মুছে দিয়ে যাক॥
আমি বলিনা কখনো
আমার হাতে হাত রাখতে হবে
আমি শুধু বলি
কেউ কখনো একবার
আমায় শূন্য হাতে ছোঁয়া দিয়ে যাক॥
আমি বলিনা আমার পথ পানে
চেয়ে উদাসীন হতে হবে
আমি শুধু বলি কেউ কখনো
একবার আমার বন্ধ ঘরের দরজায়
টোকা দিয়ে যাক॥
আমি বলিনা আমার জন্য
প্রতি দিন একটি করে
গোলাপ বিসর্জন দিতে হবে
আমি শুধু বলি
আমার শূন্য পৃথিবীতে
কেউ একজন চাঁদ হয়ে আসুক॥
আমি বলিনা আমাকে
নিয়ে স্বপ্ন দেখতে হবে
আমি শুধু বলি কেউ
কখনো একবার আমার
স্বপ্নে বাঁধা মুক্ত হয়ে ছুটে আসুক॥
সংকলনঃ দৈনিক আলোকবর্তিকা।
Good