মিল অমিলের খেলা
– উজ্জ্বল চৌধুরী
আমাকে যেভাবে চেয়েছো তুমি
আমি তেমন হয়ে উঠতে পারিনি।
আবার আমিও তোমাকে যেভাবে চেয়েছি
তুমিও ঠিক তেমন হয়ে উঠতে পারোনি।
আবার আমার সামনেই চলাচল করে
আমার চাওয়ার মতো কয়েকজন
তোমার সামনেও এমন কয়েকজন আছে
তা আমি নিশ্চিত করে বলতে পারি।
তাহলে আমাদের চাওয়া ও পাওয়ার এতো
অমিল কেনো বলতে পারো?
আসলে আমরা ঠিক কি চাই তাই বুঝিনা!
নাকি চাওয়ার মাত্রা অতিক্রম করে সময়ে সময়ে?
আমার ক্ষেত্রে আমি এইটুকু জানি
আমার মুক্ত বিহঙ্গ হতেই বেশি ভালো লাগে
তোমারও তাই হবে মনেহয়
নইলে এতটা অমিল হওয়ার কথা ছিলোনা।
আমাদের অমিল গুলোর অনেকটা মিল আছে
আমাদের ইচ্ছে গুলোরও অনেক মিল আছে
কিন্তু অদ্ভুতভাবেই আমাদের মিল গুলোর কোন
মিল নেই আবার অমিল গুলোর কোন অমিল নেই।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ভ্রান্ত পথিক
– মোঃ রবিউল ইসলাম
শতবছর পূর্বে একদা বলেছিলেন, এরিস্টটল
হৃদপিণ্ডই হল সব আশা-ভালবাসার আবাসস্থল ।
এই বিশ্বাস নিয়ে মানব জাতি ঘুরছে আবহমান কাল ধরে।
ফারাও রাজারা পরজন্মেে তাদের হৃদয়ে-
ভালবাসা টিকিয়ে রেখেছে প্রাচীন কালে।
নাকের ফুটো দিয়ে খুঁচিয়ে
মৃত ফারাওয়ের ব্রেনটাকে ফেলে দিয়ে –
অক্ষত হৃদয় আর শরীরের তৈরি মমি
সাক্ষ্য দেয় তাদের আবেগ ভালবাসা কতই দামী।
অথচ প্রেম, ভালবাসা, আশা নিরাশা
সবই মানুষের উর্বর মস্তিষ্কের কল্পনা।
ভোগ ত্যাগের এই খেরোখাতা,
সবই ভ্রান্ত এক ধারণায় বাঁধা।
পেটেই নাকি মানুষের যত ক্ষুধা।
খাই খাই করা নাকি শুধু পেটেরই কথা।
অথচ শিশুর খাবারের পঁয়ষট্টি ভাগ
খাওয়া তার ছোট মস্তিষ্কের কাজ।
পরিণত মানুষের বিশ ভাগ খাবার
হিসেব করে ব্রেনই নিয়ে নেয় আবার।
তারপরও নাকি শরীরের আশি ভাগ জীন
ব্রেনের জন্যই নিয়োজিত রাত দিন।
এখনো পুরুষের বুকে দেখে পশমের উপস্থিতি
দয়া খুঁজে বেড়ায়, আছে এমনও জাতি।
বুকে পশম না থাকা পুরুষ নাকি নিষ্ঠুর
এরাই নাকি হয়ে যায় অশুভ অসুর।
এত যে প্রেম, আশা, ভালবাসা, হাত ধরে পাশাপাশি হাঁটা
আগামীর স্বপ্ন, আবেগের কথামালা সবই নাকি হৃদয়ের কথা।
ভালবেসে ভুলে গেলে – সে নাকি এক নিষ্ঠুর হৃদয়হীনা
তবে কী অক্সিটোসিন, ডোপামিনের কাজকাম সব বৃথা!
প্রেম ভালবাসার এই খেরোখাতা,
আজো কেন ভ্রান্ত এই ধারণায় বাঁধা?
প্রচ্ছদ: আর্কিটেক্ট হুমায়রা হাবীব নবনী।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।
Leave a Reply