প্রিয় লেখক/পাঠক,
লেখালেখি একটা অভ্যাসের ব্যাপার। অনেকেরই লেখার অভ্যাস ছিলো বা আছে, কিন্তু নিয়মিত লেখালেখি করার মত অবসর, ইচ্ছে অথবা সুযোগ থাকে না। লেখালেখি একই সাথে চর্চারও বিষয়, নিয়মিত লিখতে থাকলে লেখার মান বৃদ্ধি পায়। আর আমরা সবাই জানি নিজের একটি লেখা সন্তান সমতূল্য, একটি মনের মত লেখা শুধু পাঠকের কাছে নয় নিজের কাছেও অনাবিল প্রশান্তির। আপনাদের মধ্য থেকে সেইসকল অনিয়মিত লেখক সত্ত্বাকে পূনর্জাগরিত করতে আমার এই আহ্বান। আসুন লেখালেখির মত সুঅভ্যাসকে লালন করি, দৈনিক আলোকবর্তিকা অনলাইন পত্রিকায় নিয়মিত লেখা পাঠাই।
লেখা পাঠাবার সাধারণ নিয়মাবলী:
যে ধরণের লেখা কোনভাবেই প্রকাশিত হবে না-
যে ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হবে-
লেখার আকার বা শব্দ সংখ্যা:
লেখার ফন্ট ও পাঠাবার নিয়ম:
বিঃদ্রঃ পাঠক প্রিয়তা ও লেখার মান যাচাই পূর্বক সপ্তাহের সেরা লেখাটি বাছাই করে লেখককে ৫০০ টাকা সম্মানী প্রদান করা হবে।
প্রচারে: দৈনিক আলোকবর্তিকা।
Leave a Reply