নক্ষত্র দেখা বাকি
© সাবরিন সুলতানা
তোমায় নিয়ে
নক্ষত্র পুঞ্জের নক্ষত্র দেখা বাকি।
একই ছায়াপথে
দুজনের হেটে যাওয়া,
আর জ্যোৎস্নায় মাখামাখি।
মধ্য রাতের চাঁদের আলোয়,
যখন সময় থমকে যাবে
থেমে যাবে সব কোলাহল,
ঘুমিয়ে যাবে এই ধরনী।
তখন চাঁদের কিরণ বেয়ে,
দূর আকাশে তোমায় নিয়ে,
মেঘের শুভ্র ভেলায় ভেসে,
প্রভাত রবির দিপ্তি ছুয়ে
ঘাসের ডগার শিশির ছোয়া বাকি।
রঙ ধনুতে মন রাংগিয়ে,
তোমার মনের বিষাদ ভেঙে,
দুজন মিলে
নীল আকাশে করব আঁকিবুকি।
@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%
আমি ভাল নেই
© পার্থ মোস্তাফিজ
আমি কেমন আছি –
সে কথা তোমার চেয়ে
খুব বেশী ভাল,
আমার বিধাতা ছাড়া
আর কেউ জানে না।
তোমার জিজ্ঞাসার উত্তরে
এর চেয়ে বেশী
কি আর বলতে পারি?
আমার সোনালী অতীত,
আশা, স্বপ্ন, কাঙ্খিত ভবিষ্যৎ,
আমার দু’চোখের সামনে –
আহত পাখির করুণ চোখের মত,
তাকিয়ে থাকে আমার দিকে।
হারানো অতীতের স্মৃতিসম্ভার,
অনাকাংখিত ভবিষ্যৎ,
অপ্রত্যাশিত এই বর্তমান
দিনগুলিতে
আমার বসবাস।
কোথাও নেই
এমন কোন স্বজন,
ডাক ছেড়ে যাকে
বলতে পারি-
‘আমি ভাল নেই’।
@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%
তুমি আসবে বলে
© রওশন আরা জামান মিলকী
তুমি আসবে বলে
নিঘুম রাত আমি দিয়েছি কাটিয়ে
তুমি আসবে বলে
সময়ের কাটা আমি দিয়েছি থামিয়ে।
তুমি আসবে বলে
ভাবনার দরজাটা আজ দিয়েছি মেলে।
তুমি আসবে বলে
সকালের ঘাসেরা গেছে রাতের শিশিরে ভিজে।
তুমি আসবে বলে
সবটুকু ভালোবাসা আছে কেবল তোমাকে জুড়ে।
তুমি আসবে বলে
অনেক কথা রেখেছি হৃদয়ে জমিয়ে।
তুমি আসবে বলে
অপলক দৃষ্টিতে আমি আছি তাকিয়ে।
তুমি আসবে বলে
বসন্ত এসেছে আজ দ্বারে দ্বারে।
তুমি আসবে বলে
অধির আগ্রহে আমি আছি অপেক্ষাতে।।
@#$%@#$%@#$%@#$%@#$%@#$%
মিথ্যা আবরণে যত সুখ
© সজল মনির
বয়ে চলার মাঝে দুঃখ নেই
বৃষ্টিতে ভিজে থাকে সুখ,
ঈষৎ হাসিতে ঊষার দুয়ার
উঁকি দেয়া স্বপ্নমুখ।
স্বপ্ন দেখতে দোষ নেই
আঁধারেই সম্ভাবনার সুখ
আলোতে চিকচিক কাঁচের দেয়াল
সত্য ভেসে ওঠা মুখ।
সত্যতে সত্য হাসি নেই
মিথ্যা আবরণে যত সুখ
মরীচিকার কাছে নিজেকে বেচা
দুঃখ আলিঙ্গনে উম্মুখ।
@#$%@#$%@#$%@#$%@#$%@#$%
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।
Leave a Reply