1. admin@dainikalokbortika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)

মন আমার দেহ ঘড়ি: মহাবিশ্বের শ্রেষ্ঠ্য রহস্য ও বিজ্ঞান (১২তম পর্ব- মস্তিষ্ক@৫)

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ Time View

মস্তিষ্ক নিয়ে এর আগে চারটি পর্ব লিখেছি বা আলোচনা করেছি বললেই ভালো হয়। মস্তিষ্ক নিয়ে লেখার আমি কেউই না, আমি শুধু একজন অনুসিধ্যাৎসু মানুষ, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমার মধ্যে ব্যাপক কৌতুহল শুধুমাত্র সেই জিজ্ঞাসার জায়গা থেকে অনলাইন ঘেঁটে যতটা পারা যায় ততটা হজম করার চেষ্টা করছি। মস্তিষ্কের পরিপূর্ণ ব্যাপার স্যাপার বুঝতে আমাকে নিশ্চিত একটি অভিসন্দর্ভ রচনা করতে হবে যার যোগ্য আমি নই। তবে আমার দুজন ডাক্তার ও প্রফেসর বন্ধু আছেন যাদের একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও অন্যজন নিউরোসার্জন। নিউরোসার্জন বন্ধুটি প্রায়ই দেশি বিদেশি মেডিকেল জার্নালে জটিল সব সার্জারি নিয়ে গবেষণা পেপার প্রকাশ করে থাকে। সেইসব পেপারের বিষয়বস্তু এতোটাই গভীর যে আমার পক্ষে দুই এক লাইন পড়ার মতো সাহস করতে পারি না। তাই শুধুমাত্র মস্তিষ্কের গঠন ও মূল অঙ্গ প্রত্যঙ্গের গঠন, অবস্থান ও কার্যক্রম নিয়ে চর্চা চালাতে চেষ্টা করছি।

আজকের পর্বটিতে মস্তিষ্কের সর্বশেষ অংশ পশ্চাত মস্তিষ্ক নিয়ে কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করছি। আমরা জানি প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন ১.৩৬ কেজি এবং এতে প্রায় ১০ বিলিয়ন নিউরন থাকে। পশ্চাত মস্তিষ্ক মূলতঃ সেরিবেলাম, পনস এবং মেডুলা অবলাংগাটা নিয়ে গঠিত। সেরিব্লাম পেশির টান নিয়ন্ত্রন, সমন্বয় সাধন এবং দৌড়ানো ও লাফানোর কাজ নিয়ন্ত্রণ করে। মেডুলা অবলাংগাটা খাদ্য গলাধঃকরণ, হ্রদপিন্ড ও ফুসফুসের জটিল কাজ নিয়ন্ত্রণ করে।

১। সেরেবেলাম (cerebellum)

২। পনস (pons)

৩। মেডুলা অবলাংগাটা (medulla obolongata)

সেরেবেলাম (cerebellum) : এটি পশ্চাৎমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অংশ দুটি সমগোলার্ধে গঠিত। গোলার্ধ দু’টি ভার্মিস (vermis) নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যা বাইরের অংশ গ্রে ম্যাটার-এ এবং ভিতরের অংশ হোয়াইট ম্যাটারে-এ গঠিত। পূর্ণ বয়স্ক মানুষে সেরেবেলাম প্রায় ১৫০ গ্রাম।

কাজ :

  • ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে।
  • ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে।
  • দেহের ভার বজায় রাখে।
  • চলাফেরার দিক নির্ধারণ করে।

খ. পনস (pons) : এটি মেডুলা অবলংগাটার উপরের অংশের মেঝেতে অবস্থিত এবং আড়াআড়ি স্নায়ুতন্তু নির্মিত।

কাজ :

  • সেরেবেলাম, সুষুমাকান্ড ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে।
  • পেশির কর্মকান্ড সমন্বয় করে।
  • স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।

গ. মেডুলা অবলাংগাটা (Medulla obolongata) : এটি পনস-এর নিচের কিনারা ঘেঁষে প্রসারিত, অনেকটা পিরামিড আকৃতির দন্ডাকার অংশ যা লম্বায় প্রায় ৩ সেমি চওড়ায় ২ সেমি. এবং স্থুলত্বে ১.২ সেমি.।

কাজ :

  • হৃৎস্পন্দন, শ্বসন, গলাধঃকরণ, কাশি, রক্তবাহিকার সংকোচন, লালাক্ষরণ প্রভৃতির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে।
  • বমন, মল-মূত্রত্যাগ, রক্তচাপ, পৌষ্টিকনালির পেরিস্ট্যালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে।
  • সুষুম্নাকান্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে।
  • মেডুলা অবলংগাটা IX, X, XI ও XII নং করোটিক স্নায়ুর উৎসস্থল হিসে সংশ্লিষ্ট স্নায়ুর কাজ সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে।

মধ্যমস্তিষ্ক, পনস ও মেডুলা অবলংগাটাকে একত্রে ব্রেইন স্টেম (brain ‍stem) বলে।

সর্বশেষ মানবদেহের মস্তিষ্ক পর্বে আমার নিজস্ব জ্ঞানের কিছুটা জাহির করতে চেষ্টা করে দেখি! এই মস্তিষ্কের সাথে আমাদের দৈনন্দিন জীবনের কতশত ঘটনা ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকার পরেও সেটা অনুভব করতে পারি না। কারন এটি জন্মসূত্রেই পেয়ে গেছি, মেশিন একবার চালু হয়ে গেছে তো আর বুঝি নেই কোন ভাবনা? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায় একাদশ বা দ্বাদশ শ্রেণীতে চোখের অনুচ্ছেদ পড়তে গিয়ে যখন জানলাম মানুষের চোখে কোন বস্তুর উল্টো ও বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। খুব স্বাভাবিকভাবেই মনে মনে ধাক্কা খেলাম, কিভাবে তাহলে আমরা বস্তুকে সোজা দেখি? জানতে পেরেছিলাম এই সোজা করে দেখার কাজটি সম্পন্ন হয় মস্তিষ্কের ভিতরে। চোখের কিছু অঙ্গ প্রত্যঙ্গ হয়ে পৌঁছানো উল্টো প্রতিবিম্ব মস্তিষ্কের ভিতরে প্রক্রিয়াজাত হয়ে আমাদের কাছে সোজা ও অবাস্তব প্রতিবিম্ব হিসেবে দেখা দেয়! এই অত্যাশ্চর্য্য ব্যাপারটি মূহুর্তের মধ্যে কিভাবে ঘটে থাকে তা নিঃসন্দেহে বিস্ময়ের মাত্রাকে শুধুই বর্ধিত করে চলে! আমরা আসলে যা কিছু দেখি সবই উল্টোটা দেখি, এইরকম চরম সত্য বা বিজ্ঞানের রহস্য আমাদের মানব দেহের পরতে পরতে লুকিয়ে আছে, যতোই আপনি এটির গভীরে প্রবেশ করবেন ততোই আপনার বিশ্বাস অথবা দ্বিধাদন্দ প্রবল হতে থাকবে।

(চলবে————————)

পল্লব খন্দকার, ২৪ ডিসেম্বর ২০২৩।

সংকলন: দৈনিক আলোকবর্তিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই