1. admin@dainikalokbortika.com : admin :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিক্ষকের মর্যাদা: শিক্ষার্থীদের হাতের নাগালে মোবাইল ফোন, মোটর বাইকের দৌরাত্মে নাকাল অবস্থা স্মৃতির পাতায় চির অম্লান: প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত শেখ শামছুর রহমান একাত্তরের মুক্তিযোদ্ধা: শ্রেষ্ঠ্যত্বের গৌরব থেকে লজ্জাকর পরিণতি, করুণ ইতিহাসের দায় কার? সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
শিক্ষকের মর্যাদা: শিক্ষার্থীদের হাতের নাগালে মোবাইল ফোন, মোটর বাইকের দৌরাত্মে নাকাল অবস্থা স্মৃতির পাতায় চির অম্লান: প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত শেখ শামছুর রহমান একাত্তরের মুক্তিযোদ্ধা: শ্রেষ্ঠ্যত্বের গৌরব থেকে লজ্জাকর পরিণতি, করুণ ইতিহাসের দায় কার? সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব)

কবিতার মেলা: “এই নিয়ে বেঁচে আছি”, “আবার দেখা হবে” এবং “শব্দের শক্তিতে, সত্যের আলো”

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৫০ Time View

এই নিয়ে বেঁচে আছি
– পার্থ মোস্তাফিজ

চোখের কোনে
লেগে আছে আজও
সেদিনের শুকিয়ে যাওয়া
জলের দাগ।
ভিজে যাওয়া রুমালে
এখনও পাই অশ্রুর গন্ধ।
হৃৎপিণ্ড জুড়ে
রক্তাক্ত দগদগে ঘা।

পাঁজরের হাড়ে
আজও অনুভব করি
ব্যাথার তীব্রতা।
শেষ দিনের স্মৃতি –
স্তব্ধ করে দেয় আমার
সকল কর্ম -চঞ্চলতা ।

ভাঙ্গনের নৈঃশব্দে
জেগে উঠি প্রতিদিন
সকাল বেলা।

বুকের মধ্যে
শাখা- প্রশাখা
বিস্তার করে চলেছে
একটি ফনি-মনষা ।
এই নিয়ে বেঁচে আছি
বহুদিন ।

@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%

আবার দেখা হবে
– রওশন আরা জামান মিলকী

যদি চন্দ্র -সূর্য থাকে জেগে,
তবে আবার দেখা হবে।
যদি সাগর- নদী বয়ে চলে,
তবে আবার দেখা হবে।
যদি পাহাড় পর্বত স্থির থাকে,
তবে আবার দেখা হবে।
যদি রাতের পর দিন আসে,
তবে আবার দেখা হবে।
যদি বসন্তে ফের কোকিল ডাকে,
তবে আবার দেখা হবে।
যদি বরষায় ফের কদম ফোটে,
তবে জেনে রেখো- দেখা হবে।
যদি শিউলির ঘ্রাণ মোহিত করে,
তবে আবার দেখা হবে।
যদি আকাশ যায় মেঘে ঢেকে,
আবার দেখা হবে।
যদি কৃষ্ণচুড়া নাহি ফোটে,
তবে আবার দেখা হবে।
যদি তুমি চাও ?

@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%

শব্দের শক্তিতে, সত্যের আলো
-হাসানুল হক তুষার

শব্দ, শব্দ, শব্দের জাদু, কতো মায়া, কতো ক্ষমতা!
শব্দে শব্দে, সত্যের আলো, মনের আকাশে, উঠে জ্বলে।
শব্দের শক্তিতে, মনকে বদলায়, চিন্তার ধারা, নতুন করে গড়ে।
সত্যের আলো, সামনে দেখায়, জীবনের পথ, সহজ করে।

শব্দে শব্দে, গল্প বলা যায়, অতীতের কাহিনী, বর্তমানের গল্প,
ভবিষ্যতের স্বপ্ন, শব্দের ঝংকারে।
শব্দের শক্তিতে, মনকে ছুঁতে পারে, আবেগের ঢেউ, উঠে আসে,
কান্নার পানি, হাসির ঝিলিক, শব্দের ছোঁয়ায়, মন হয় সজীব।

শব্দের শক্তিতে, সমাজ বদলায়, মতভেদের দ্বন্দ্ব, কলহের ঝড়,
সত্যের আলো, পথ দেখায়, শান্তির মহাসাগরে, নিয়ে যায়।
শব্দের শক্তিতে, জগৎ বদলায়, অশিক্ষার অন্ধকার, দূর করে,
জ্ঞানের আলো, ছড়িয়ে দেয়, শব্দের ক্ষমতা, অসীম।

শব্দের শক্তিতে, সত্যের আলো, জগতের বুকে, ঝলমল করে,
মনের আকাশে, উজ্জ্বল হয়, শব্দের জাদু, চিরকাল থাকে।
শব্দ, শব্দ, শব্দ, কতো শক্তি তোমার মধ্যে,
একটি ছোট্ট শব্দ, পাল্টে যেতে পারে জীবনের ধারা।

শব্দের শক্তিতে ফুটে ওঠে, অন্তরের গহীন অনুভূতি,
শব্দের শক্তিতে প্রকাশ পায়, মানুষের মহান চিন্তা।
শব্দের শক্তিতে জ্বলে ওঠে, সত্যের আলো,
শব্দের শক্তিতে পাল্টে যায়, জগতের অন্ধকার।

শব্দের শক্তিতে জাগিয়ে তোলে, মানুষের অধিকারের সচেতনতা,
শব্দের শক্তিতে গড়ে ওঠে, সুন্দর ও সুখী সমাজ।
শব্দের শক্তিতে তৈরি হয়, মানুষের মধ্যে বন্ধন,
শব্দের শক্তিতে প্রকাশ পায়, ভালোবাসা, স্নেহ ও মমতা।

শব্দের শক্তিতে জাগিয়ে তোলে, মানুষের আত্মবিশ্বাস,
শব্দের শক্তিতে পৌঁছানো যায়, জীবনের সফলতার শীর্ষে।
শব্দ, শব্দ, শব্দ, কতো শক্তি তোমার মধ্যে,
একটি ছোট্ট শব্দ, পাল্টে যেতে পারে জগতের অবস্থা।

একটি শব্দ থেকে শুরু হয়, গল্পের অপূর্ব রচনা,
শব্দে শব্দে গাঁথা হয়, কবিতার মধুর সুর।
শব্দের শক্তিতে জাগিয়ে তোলে, নিদ্রাগ্রস্ত মন,
শব্দে শব্দে অনুপ্রাণিত হয়, সৃষ্টির অপূর্ব ধারা।

@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%@#$%

কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।

সংকলন: দৈনিক আলোকবর্তিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই