1. admin@dainikalokbortika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)
এই মাত্র পাওয়া
সমালোচনা বা দ্বিমত পোষণ: গণতন্ত্রের মূল কথা পুনঃ ফ্যাসিজমের আশংকা: প্রসঙ্গ যখন বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (পঞ্চদশ পর্ব) জাতীয় সমবায় দিবস ২০২৪: খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এ সফল কো-অপারেটিভ এর উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (চতুর্দশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (ত্রয়োদশ পর্ব) সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (দ্বাদশ পর্ব) নতুন বাংলাদেশ: জেন-জি প্রজন্মের স্বপ্ন কি আদৌ বাস্তবায়ন হওয়া সম্ভব? একটি বিস্ফোরক সাক্ষাৎকার: দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা সুবিধাবাদ জিন্দাবাদ: ১৯৯০ সাল থেকে আমার দেখা চরিত্রহীন জাতীয় রাজনীতি (একাদশ পর্ব)

কবিতার মেলা: “আগ্নেয়গিরী”, “আরেক ফাল্গুনে” এবং “তুমি”

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩০১ Time View

আগ্নেয়গিরী
– পার্থ মোস্তাফিজ

সেই কবে
মনে পড়ে না –
বুকের মাঝে একটা
আগ্নেয়গিরীর জন্ম হয়েছিল।

সেই থেকে জ্বলছে
আজন্মকাল ধরে-
যেন মৃত্যুতেও শেষ হয় না,
মৃত্যুর পরেও অনন্তকাল ধরে
জ্বলছে তো জ্বলছেই।

আমি যেন অমর হয়ে বেচেঁ আছি ,
এক জীবন্ত আগ্নেয়গিরী বুকে নিয়ে ।
নেভাতে পারিনি তাকে কিছুতেই ।

প্রতিদিন
কষ্টের লাভা সঞ্চয় করে ,
আগুন যেন আরও দ্বিগুন
হয়ে ওঠে আমার বুকের মাঝে।

নেভাতে পারিনা তাকে
কিছুতেই।

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

আরেক ফাল্গুনে
– ফারজানা খাতুন

তোমার সঙ্গে দেখা হবে আমার আরেক ফাল্গুনে।
হয়তো কোকিলের সুরে,
নয়তো বসন্তের সুবাসে।
হয়তো দক্ষিণা হাওয়ায়
কিংবা নির্ঘুম বিষন্ন দুপুরে।

তোমার সঙ্গে কথা হবে আমার আরেক ফাগুনে।
হয়তো কল্পনার বেশে
নয়তো এক নির্জনতার প্রহরে
আসবে তুমি চুপিসারে।

তোমার সঙ্গে কথা হবে আমার আরেক ফাগুনে।
হয়তো রাগে-অনুরাগে
অনুভবের এক দারুণ বিরহে।

তোমার সঙ্গে দেখা হবে আমার আরেক ফাগুনে।
হয়তো ফুল-কলির ভ্রমর রুপে
গোলাপ ফোঁটা পাপড়ির ভাঁজে
নয়তো এক অমানিশা রাত্রি জাগরণে।

তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে আমার আরেক ফাগুনে..

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

তুমি
– শাহবুদ্দীন সম্রাট

তুমি অসীম পৃষ্ঠার সুখ-পাঠ্য উপন্যাসের মতো,
পাতায় পাতায় ছড়িয়ে যাও সুতীব্র বাসনা মিলনের।
তুমি কবিতার ছন্দবদ্ধ শব্দের মতো শৃঙ্খলিত, শান্ত-দৃঢ় উচ্চারণে বাঙময় থরথর ব্যঞ্জনা প্রেমের।
রবির সেঁতারের শব্দ-সুরের নিবিড় নেশার মতো,
স্বর্গীয় সুরাধার বিমূর্ত-বিস্ময় মোহন রমনী রূপে।
তুমি পিকাসোর এলোমেলো তুলির আচড়ে,
সৌষ্ঠব কলা চিত্রে কল্পিত কোন এক উর্বশী।
তুমি কত্থক নৃত্যের মুদ্রার তালে শিল্পিত বিভঙ্গে,
ঘুঙুর ও তবলার উচ্ছ্বল শব্দের মনোহর মাধুরী।
তুমি হৃদয়ের দুকূল ছাপিয়ে ভরা প্রেম-বানে,
সিন্ধু অভিসারী উদ্ধত যৌবনা এক স্রোতস্বতী নদী।
ব্যাপ্ত চরাচরে তোমার আমার এই এক জনমের ভ্রমণ উপাখ্যানে,
তুমি আমার প্রিয়তম উচ্ছ্বাস-কাতরতা, দীর্ঘশ্বাস ছোটগল্পের।।

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।

সংকলন: দৈনিক আলোকবর্তিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

https://www.moralparenting.org/

Categories

© All rights reserved © 2023 দৈনিক আলোকবর্তিকা
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই