ইচ্ছে নদী
– মরিয়ম ইসলাম
ইচ্ছে নদীর কাছে আমি
বেশ পুরোনো
চলতি পথে সদ্য বোঝাপড়া।
ভয় করিনা দিবা রাতে
কাব্য জমে নিজের সাথে,
এখন আমি ঝড় দেখিনা
স্রোতস্বিনীর জল দেখিনা
ভাঙ্গা পাড়ে ভীড় দেখিনা
বাঁধন হারা কান্না দেখি।
হাস্নাহেনার গন্ধে মাতি
বারান্দার ঐ জুঁই চামেলির
কলি ছিড়ে গায়ে মাখি।
চাঁদের সাথে গাঢ় শ্রুতির
সখ্যতারই মিলন গাঁথি।
আমি এখন আমার মতো
নিজের মতের মূল্য বুঝি
সাদাকে সাদা বলতে শিখি
কালোকে বলি কালো,
এতে করে ভাবলো কে কি
যায় আসেনা আমারও।
রোদের আলোয় হেসে বেড়াই
চোখের পাতায় বৃষ্টি মাখি
কাল বৈশাখীর দমকা হাওয়ায়
নিজের সাথে আঁকড়ে থাকি।
আমি এখন আমার মতোই
সব ছাপিয়ে নিজেকে খুঁজি।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
মানবতার প্রদীপ
– হাসানুল হক তুষার
তোমার ভালবাসার আলোয়,
মানবতার প্রদীপ জ্বলবে নতুন করে।
তোমার স্পর্শে, তোমার কথায়,
মুছে যাবে সবার দুঃখের কালো ছায়া।
তোমার হাসির আলোয়,
বিশ্বজুড়ে ফুটে উঠবে নতুন জীবনের সূর্য।
তোমার ভালবাসার বন্ধনে,
আবদ্ধ হবে সবাই, সব জাতি-ধর্মের মানুষ।
তোমার প্রেমের জাদুতে,
মুছে যাবে সব বিভাজন, সব অভিমান।
সকলের মন-প্রাণ জুড়ে,
ভালবাসার নতুন সুর বাজবে নতুন করে।
তোমার ভালবাসার আলোয়,
নতুন করে গড়ে উঠবে এই পৃথিবী,
এই মানবতার সমাজ।
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
প্রিয় মানুষ
– ফারজানা খাতুন
প্রিয় মানুষটা দূরে থাকাতেই যেন বেশি প্রিয় হয়।
তাকে কাছে টানতে নেই।
কাছে আসলে বিশদ চাওয়া গুলো পূর্ণতার আশায় বিষাদের সৃষ্টি হয়।
প্রিয় মানুষ,
তাকে ভালোবাসার টানে আটকে রাখতে নেই।
সে যেন মুক্ত বিহঙ্গের মতো ঐ বিশাল আকাশে ডানা মেলে উড়তে উড়তে আশ্রয় খোঁজে আমার বুকের নীড়ে। তাকে খুব যত্ন করে আগলে রাখতে হয়।
প্রিয় মানুষ,
তুমি শরৎ আকাশের রংধনুর মতো।
তোমার সকল রঙে নিজেকে রাঙাবো আমৃত্যু ছুঁতে না পারার আকাঙ্খা নিয়ে।
প্রিয় মানুষ,
পেতে চাইনি তোমায় নিবিড় আলিঙ্গনে।
তাই তো তোমায় ঠেলেছি আমি যোজন যোজন দূরে।
তবে কি জানো?
এই আমার আমিত্বকে সঁপে দিয়েছি তোমায় সবটুকু নিঃস্ব করে।
প্রিয় মানুষ,
তুমি রোজ সকালের উদিত সূর্যের প্রথম আলো আমার আঙিনায়।
মিশে আছো তুমি জোসনা মাখা রাতের আকাশে স্নিগ্ধ চাঁদের মায়ায়।
প্রিয় মানুষ,
তুমি আজও আছো আমার হৃদয়ের গহীন বনে,
খুঁজে ফিরি তোমায় দিবানিশি সেথায় শত জনমের
প্রেম – ভালোবাসার সিক্ত নয়নে।
প্রিয় মানুষ…
00=00=00=00=00=0000=00=00=00=00=0000=00=00=00=00=00=00=00=00=00=00
কবিতা সংগ্রহ: উজ্জ্বল মাহমুদ।
সংকলন: দৈনিক আলোকবর্তিকা।
Leave a Reply